বাবিল খানের ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে রীতিমতো চিন্তায় নেটপাড়া। যা অবশ্য এখন এই স্টার কিড সরিয়ে ফেলেছেন। যেখানে দেখা যায়, বলিউডের কিছু তারকার নাম বলছেন, আর কাঁদছেন ববিল। বলতে শোনা যায় যে, বলিউডের দোগলা মানুষরা কীভাবে… নিজের কথাও শেষ করতে পারেন না বাবিল।
এখন দেখা যাচ্ছে, শুধু ভিডিয়ো নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছেন বাবিল খান। ইনস্টাগ্রামে বাবিলের অ্যাকাউন্টটি আর পাওয়া যাচ্ছে না। নিম্নলিখিত বার্তাটি ইউআরএল-এ উপস্থিত হচ্ছে।

ভিডিয়োতে কী ছিল?
রবিবার ভোরে রেডিটে বাবিলের সেই ভিডিয়োর কিছু ক্লিপ পোস্ট করা হয়েছিল। খুব সম্ভবত শনিবার বেশ রাতের দিকে তা পোস্ট করেন তিনি। আপাতত নেটপাড়া চিন্তায় বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে। সবার মনেই একটা প্রশ্ন, এমন কী ঘটল, যা তাঁকে এতটা বিচলিত করল!
কাঁদতে কাঁদতে বাবিল বলিউডে তাঁকে যে হয়রানি সহ্য করতে হয়েছে সে বিষয়ে বলেছিলেন। এমনকী তিনি অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, শানয়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরব-সহ একাধিক তারকার নাম নিতে থাকেন। ‘আমি যা বলতে চাই তা হল, আমি চাই তোমরা জানো যে শানয়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংয়ের মতো মানুষ আছে। এর চেয়েও অনেক বেশি নাম আছে। বলিউড এতটাই f*****। বলিউড এতটা খারাপ।’
‘বলিউড হল আমার দেখা সবচেয়ে ফেক একটা জায়গা। যার একটা অংশ আমিও হয়েছি। যদিও কিছু মানুষ আছে যারা চায় বলিউড একটু ভালো হোক (হাসি)...। আমি অনেক, অনেক অনেক বেশি কিছু দেখাতে চেয়েছিলাম। আমার আপনাদের দেওয়ার অনেক কিছু আছে...’
বাবিল খান সম্পর্কে:
বাবিল হলেন প্রয়াত অভিনেতা ইরফান এবং তাঁর স্ত্রী সুতপা সিকদারের ছেলে। বাবিল ‘কালা’র মতো ছবিতে অভিনয় করেছেন এবং সম্প্রতি ‘লগআউট’-এ তাঁকে দেখা গিয়েছে।
ইরফানের সাম্প্রতিক মৃত্যুবার্ষিকীতে, বাবিল একটি নোট শেয়ার করেন। ‘তোমার সঙ্গে, তোমাকে ছাড়া। জীবন চলে, আমার সঙ্গে, আমাকে ছাড়া। শীঘ্রই আমি ওখানে থাকব। তোমার সঙ্গে, তোমাকে ছাড়া নয়। এবং আমরা একসঙ্গে দৌড়াব, এবং উড়ে যাব, যা নীল নয় গোলাপি। আমি তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরব, এবং আমি কাঁদব, তারপর আমরা হাসব, ঠিক যেমন আমরা আগে করতাম। আমি তোমাকে মিস করি।’