বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সালের মে মাসে দাতা শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এর প্রভাব দেশ, দুনিয়াতে দেখা যাবে। এই পরিবর্তন বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে থাকবে। খুব শিগগির শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। মীনে থাকাকালীন তিনি রেবতী নক্ষত্রে যাচ্ছেন। যার প্রভাব সমস্ত রাশিতে পড়বে। তবে বিশেষ ৩ রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি হবে। দেখা যাক, শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন।
বৃষ
শুক্রগ্রহ আপনার রাশিতে লাভের স্থানে সঞ্চরণ করছে। এই সময় আপনার আয় হু হু করে বাড়বে। নতুন নতুন উৎস থেকে আসবে আয়। এই সময় আপনার সোশ্যাল সার্কেল বাড়বে। নতুন বন্ধু বা সংযোগ থেকে আপনার ফায়দা হবে। আপনার লটারি কাটলে এই সময় পেতে পারেন লাভ। কোনও গোষ্ঠীবদ্ধ কাজে পেতে পারেন সাফল্য।
( একই মাসে ২ বার গতি পরিবর্তন! মে-তে বুধ বর্ষণ করবেন কৃপা, কপাল ফিরবে সিংহ সহ বহু রাশির)
( শনি, বুধের বিরল অবস্থান খুব শিগগিরই আসন্ন! ২০২৫-এই মকর সহ বহু রাশির ভাগ্যে সুখের বন্যা)
( ইডেনে ম্যাচের দিনে রবিবাসরীয় বাংলায় কোথায় কোথায় বৃষ্টি? সোম থেকে আবহাওয়া কেমন থাকবে!)
মীন
শুক্র গ্রহ আপনার রাসির লগ্নভাবে বিচরণ করবেন। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। বিবাহিতরা বৈবাহিক জীবনে থাকবেন খুশি। জীবনসঙ্গীর উন্নতি চোখের সামনে দেখতে পাবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে দেখা যাবে। জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। শিল্প সম্পর্কিত ক্ষেত্রে পাবেন প্রসিদ্ধি। কোনও আর্থিক লগ্নিতে পাবেন সাফল্য। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালো হবে।
( 'যুদ্ধ হলে ইংল্যান্ড চলে যাব’,পাক MP বললেন, ‘মোদী কি আমার কথায় পিছু হঠবেন!' ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো)
( 'কোহিনূর' নিয়ে ইউকের সঙ্গে ভারতের কী কথা চলছে? বাঙালি-ব্রিটিশ মন্ত্রী লিসা নন্দী খুললেন মুখ)
মিথুন
শুক্র গ্রহ আপনার রাশিতে কর্মভাবে বিচরণ করবেন। এই সময় কাজের দিক থেকে উন্নতি হবে। যাঁরা চাকরি করেন না, তাঁরা পেতে পারেন চাকরি। জীবনে পেতে পারেন সুখ সুবিধা। কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতির সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন।
কবে রয়েছে এই গোচর?
মে মাসেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র। বুধের নক্ষত্র রেবতীতে ১৬ মে প্রবেশ করছেন শুক্রদেব। দৈত্যগুরুর নক্ষত্র গোচর বহুজনকে আকস্মিক লাভ এনে দেবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতানির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )