
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হানার পর জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বের মানুষকে। সোচ্চার হয়েছেন একাধিক সেলিব্রিটি। তবে জঙ্গি হামলায় প্রায় সকলেই মুখ খুললেও একমাত্র অমিতাভ বচ্চন এই প্রসঙ্গে কোনও পোস্ট করেননি।
তবে একদম পোস্ট করেননি বলাটা ভুল হবে, পহেলগাঁওয়ে ঘটনা ঠিক পরের দিন অমিতাভ একটি সংখ্যা পোস্ট করেছিলেন। টি ৫৩৫৬ - অমিতাভের পোস্ট করা এই সংখ্যাটি নিয়ে রীতিমতো শোরগোল বেঁধে যায় নেট দুনিয়ায়। অনেকেরই ধারণা হয়েছিল, বিগ বি হয়তো এই সংখ্যার আড়ালে কিছু বলতে চেয়েছেন!
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
কিন্তু ২২ এপ্রিলের পর তিনি সংখ্যা ছাড়া আর কিছুই পোস্ট করেননি। কখনও ‘টি ৫৩৫৬’, কখনও আবার ‘টি ৫৩৬৭’, সংখ্যা লিখেছেন সমাজ মাধ্যমে। রবিবার অর্থাৎ ৪ মে সোশ্যাল মিডিয়ায় আবারও একটি সংখ্যা পোস্ট করেন অমিতাভ। লেখেন, ‘টি ৫৩৬৮’। শুধুই সংখ্যা, আর অন্য কিছু নয়।
পরপর এই সংখ্যাগুলি পোস্ট করার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেন কাশ্মীরের ঘটনা ঘটার পরেই একের পর এক সংখ্যা পোস্ট করে চলেছেন তিনি, এই সংখ্যাগুলোর মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চাইছেন তিনি? এর পেছনে কী কোনও অন্তর্নিহিত অর্থ আছে, নাকি অর্থবিহীনভাবেই এই পোস্ট করে চলেছেন তিনি?
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
সোশ্যাল মিডিয়ায় অমিতাভের এই পোস্ট দেখে কিছু কিছু মানুষের মনে হচ্ছে অমিতাভ হয়তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। আবার অনেকে ভাবছেন হয়তো নতুন ছবির প্রচার করছেন তিনি। তবে কারণ যাই হোক না কেন, জঙ্গি হামলার মতো এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও অমিতাভের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরই ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports