সিনেমা তৈরি করতে আর কোনও অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারাই সব সম্ভব হয়ে যাবে। শাহরুখ খান অথবা অমিতাভ বচ্চন নয়, AI প্রস্তুতকারী তারকাদের নিয়েই ছবি তৈরি করে ফেলবেন তিনি, সম্প্রতি Waves summit 2025 মঞ্চে এমনই কথা বলে বিতর্ক তৈরি করে ফেললেন শেখর কাপুর।
Waves summit 2025 মঞ্চে শেখর বলেন, ‘অভিনেতারা কেবলমাত্র অভিনেতাই হন, কিন্তু AI দিয়ে তারকা তৈরি করা যাবে। মানুষের মতোই তারকা তৈরি করবে AI, ছেলে হোক বা মেয়ে তার কপিরাইট থাকবে শুধুমাত্র আমার কাছে।’
সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন বহু নেট প্রভাবকারী জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এরা আদতে মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নির্মিত। এবার এরা চলচ্চিত্র জগতেও জায়গা করে নেবে।’
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
বলিউডের প্রথম সারির অভিনেতাদের নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার অমিতাভ বা শাহরুখ খানকে প্রয়োজন নেই। আমি নিজে চরিত্র তৈরি করে নেব। নিজের তারকা নিজেই বানাবো। আমি যদি এই ব্যাপারে দক্ষ হই তাহলে আমার তৈরি চরিত্র দর্শকদের থেকে ভালোবাসা পাবে।’
বিগত কয়েক বছর ধরে তারকাদের অত্যাধিক পারিশ্রমিক নিয়ে বেশ কয়েকবার মুখ খুলতে শোনা গিয়েছে পরিচালক থেকে প্রযোজক সকলকেই। একটি সিনেমা ফ্লপ হলেও তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দিতে হয়, তাদের রীতিমতো ক্ষতির মুখে পড়তে হয়, পরিচালক প্রযোজকদের।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
তারকাদের বর্ধিত পারিশ্রমিক নিয়ে যেখানে ক্ষুব্ধ প্রযোজকরা, এখানে শেখর কাপুরের এই মন্তব্য কিছুটা হলেও গুরুত্বসহকারে নেবেন প্রযোজক বা পরিচালকরা। তবে AI ভিত্তিক তারকারা যে চরিত্র তৈরি করবে, সেই চরিত্রে কতটা আবেগ ফুটিয়ে তুলতে পারবেন পরিচালকরা, সেটাও চিন্তার বিষয়।
প্রসঙ্গত, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’ সহ বহু সিনেমা পরিচালনা করার জন্য জনপ্রিয় পরিচালক শেখর কাপুর। ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ ’(২০০৭) পরিচালনা করেছিলেন তিনি, যে সিনেমায় অভিনয় করার জন্য কেট ব্লাঞ্চেট অস্কার জিতেছিলেন। সম্প্রতি পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই পরিচালক।