বাংলা নিউজ > বায়োস্কোপ > Dona Ganguly: ফের সাইবার ক্রাইমের শিকার ডোনা, পুলিশের দ্বারস্থ সৌরভ জায়া, কী ঘটেছে?
পরবর্তী খবর
গত ১ বছরে এই নিয়ে ৩ বার। ফের একবার সাইবার ক্রাইমের শিকার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর পুরনো ফেসবুক প্রোফাইলটি ফের হ্যাক করা হয়েছে। আর একথা নিজেই সকলকে জানিয়ে সতর্ক করে দিয়েছেন ডোনা।
ঠিক কী ঘটেছে?
ডোনার পুরনো ফেসবুক প্রোফাইলটি খুললেই দেখা যাচ্ছে সেখানে সব উর্দুতে লেখা। তারই স্ক্রিনশট শেয়ার করে ডোনা সোমবার লেখেন, ‘আমার পুরনো প্রোফাইলটি ফের হ্যাক হয়ে গিয়েছে। সাবধান! আমি এই মুহূর্তে অ্যাকাউন্টটি কিছুই করতে পারছি না, এটা এখন আমার আয়ত্তের বাইরে।’ ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগও জানিয়েছেন সৌরভ জায়া।