
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল'-এ অভিনয় করে খ্যাতি শিখরে পৌঁছে গিয়েছেন তৃপ্তি দিমরি। 'অ্যানিম্যাল'-এর শিখর ছোঁয়া সাফল্যের পরে অনুরাগীদের অনেকেই তৃপ্তিকে 'ন্যাশনাল ক্রাশ' বলে থাকেন। তবে ‘বুলবুল’ সিরিজে তাঁর সহ-অভিনেত্রী তৃপ্তিকে নিয়ে কী বক্তব্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের? তিনিও কি মনে করেন তৃপ্তি ‘ন্যাশনাল ক্রাশ’? বলেছিলেন যে "তাকে অনেক দূর যেতে হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে র্যাপিড-ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে পরমব্রতকে তাঁর মহিলা সহ-অভিনেত্রীদের র্যাঙ্কিং দিয়ে সাজাতে বলা হয়েছিল। সেখানেই প্রতিভার বিচারে বিদ্যা বালানকে সবচেয় উপরে রাখেন পরমব্রত। কিন্তু তৃপ্তির 'ন্যাশনাল ক্রাশ' তকমা নিয়ে কী বলেন তিনি?
পরমব্রত বলেন 'ন্যাশনাল ক্রাশ'-এর মতো তকমাগুলি আসলে ক্ষণস্থায়ী, যদি কারোর সত্যিই প্রতিভা থাকেন, তবে সেটা স্থায়ী হয়। 'ক্লাস' এই বিষয়টিই আসলে স্থায়ী হয়। তবে এতে কোনও অপরাধ নেই। দুঃখিত! কিন্তু কী যেন তাঁকে বলা হয়? ভাবি ২ (বৌদি-২!)' বলেই হেসে ফেলেন। এরপরই নিজের মন্তব্যের ব্যাখ্যা করে, একটু সামলে নিয়ে বলেন, ‘ও (তৃপ্তি) খুব সুন্দর, খুব ভালো মেয়ে এবং আমি ওঁর সঙ্গে কাজ করেছি। তবে তারপরেও বলব, ওকে এখনও অনেক দূর যেতে হবে। তিনি খুবই অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছেনন এখনও অনেক কিছু শেখার বাকি! তবে বিদ্যা সম্পর্কে আমি বলতে চাইছি, উনি যা কিছুই করেন, তার একটা আলাদা ক্লাস আছে।’
'কাহানি'তে বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি বক্স অফিসে সফল। বিশ্বব্যাপী ৭৯.২০ কোটি টাকা আয় করেছিল ছবিটি। এরপর তিনি অনুষ্কা শর্মার সঙ্গে 'পরী' ছবিতে এবং তৃপ্তি দিমরির সঙ্গে ‘বুলবুল’এ কাজ করেছেন পরমব্রত। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর নতুন বাংলা ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-ছবির প্রচারে। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিটি ১৯৮৯ সালের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফয়সলা’র একটি অফিসিয়াল রিমেক। যেটি আবার কিনা আইকনিক আমেরিকান ক্লাসিক 'টুয়েলভ অ্যাংরি মেন'-এর রিমেক।
এদিকে তৃপ্তি দিমরিকে বিশাল ভরদ্বাজের আসন্ন ছবি ‘অর্জুন উস্তারা’তে দেখা যাবে। শাহিদ কাপুর, নানা পাটেকর, রণদীপ হুদার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports