মহম্মদ রফি, সংগীত জগতের এমন একটি নাম যিনি বলিউডকে দিয়েছেন বহু কালজয়ী গান। ১৯৮০ সালে মাত্র ৫৫ বছর বয়সে মারা যান তিনি। আগামী ২৪ ডিসেম্বর মহম্মদ রফির জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে একটি গানের কনসার্ট, যেখানে অন্যতম সংগীতশিল্পী সোনু নিগম গাইবেন রফির ৫০টিরও বেশি গান।
এনআর ট্যালেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটির শিরোনাম দেওয়া হয়েছে,' শ সাল পেহেলে' (১০০ বছর আগে)। অনুষ্ঠানে সোনু একের পর এক ক্লাসিক গান গেয়ে, প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাবেন।
আরও পড়ুন: পথভ্রষ্ট 'সন্তান'দের গালে ঠাস করে একটা চড়! চোখের জলে হল ছাড়লেন অভিভাবকরা, কেমন হল রাজের ছবি?
আরও পড়ুন: ক্রিসমাসে আগেই বড় চমক সৃজিতের! প্রকাশ্যে এল ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মুক্তির দিনক্ষণ
এই কনসার্ট সম্পর্কে কথা বলতে গিয়ে সোনু বলেন, মুম্বইয়ের NMACC গ্র্যান্ড থিয়েটারে প্রায় ৫০ জন লাইভ ইন্সট্রুমেন্টালিস্টের সঙ্গে পারফর্ম করব আমি। তিন ঘন্টার এই কনসার্টে ৫০টিরও বেশি গান গাইব রফি সাহেবের। তবে ৫০টি গানের মধ্যেও রফি সাহেবকে তুলে ধরা অসম্ভব। গান বাছতে গিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল। কারণ রফি সাহেবের কোন গান আপনি গাইবেন আর কোনটা গাইবেন না সেটা বিচার করা প্রায় অসম্ভব।
এই অনুষ্ঠানে সোনু নিগমের বাবা প্রবীণ গায়ক আগম কুমার নিগমও পারফর্ম করবেন। বাবার প্রসঙ্গে সংগীতশিল্পী বলেন, ‘আমার বাবা আমাকে রফি সাহেবের গানের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই আমার বাবা রফি সাহেবের যে একজন অন্ধ ভক্ত তা বলাই বাহুল্য। এই অনুষ্ঠানে শুধু আমি একা পারফর্ম করলে তা অসম্পূর্ণ থেকে যেত, তাই আমি এবং আমার বাবা দুজনেই পারফর্ম করব এই অনুষ্ঠানে।’
আরও পড়ুন: অনন্ত-রাধিকা থেকে সোনাক্ষী-জাহির ২০২৪-এ বিয়ের পিঁড়িতে বসলেন কোন কোন তারকা? রইল তালিকা
আরও পড়ুন: তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’! ‘এটাই সবচেয়ে বড় জবাব…’ সাফল্য নিয়ে যা বললেন শিবপ্রসাদ
ইভেন্ট আয়োজকদের অন্যতম গায়ক রব্বানী মুস্তাফা খান বলেন, ‘গোটা ব্যাপারটাই একটি স্বপ্নের মতো। আমরা জানি এটি কত বড় দায়িত্ব। সবটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
অনুষ্ঠানের সংগঠক নম্রতা গুপ্তা খান বলেন, ‘রফি সাহেবের যে কোনও ভক্তের কাছেই এই অনুষ্ঠানটি একটি স্বপ্নময় অনুষ্ঠান হতে চলেছে। আমরা সোনু নিগমজির কাছে ভীষণ কৃতজ্ঞ যে উনি আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এইটুকুই বলতে পারি, তিন ঘন্টার জন্য আপনি একটি ম্যাজিক দেখতে পাবেন এই মঞ্চে।’