দেখতে দেখতে শুরু একটা নতুন বছর। তবে ২০২৪-ও নেহাত মন্দ কাটেনি সোহিনী-শোভনের। তাঁদের নিয়ে বহুদিন ধরে প্রেমের জল্পনা থাকলেও সবাইকে চমক দিয়ে ২০২৪-এ সাতপাকে বাঁধ পড়েছিলেন তারকা জুটি। খুব ঘরোয়া ভাবে পরিবার ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়েই সেরেছিলেন বিয়ে। আর এবার একে অপরকে জড়িয়ে ধরে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় শুরু করলেন তাঁদের নতুন বছরের পথ চলা। ভাগ করে নিলেন তাঁদের বিশেষ মুহূর্তের ছবি।
মধ্যরাতেই সমাজমাধ্যমের পাতায় নিজেদের ছবি ভাগ করে নেন তারকা দম্পতি। ছবিতে রংমিলান্ততে ধরা দেন তাঁরা। দু'জনের পরেছিলেন সাদা শার্ট। একেবারে হালকা মেকআপে দেখা যায় সোহিনীকে। প্রথম ছবিতে একে অপরকে জড়িয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁদের। পরের ছবিতে সোহিনীর কপালে মিষ্টি করে চুমু খেতে দেখা যায় শোভনকে। স্বামীর ভালোবাসায় বুঁদ হয়েছিলেন নায়িকা। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে শোভন ক্যাপশনে লেখেন, 'নতুন বছর, ভালোবাসার'।
আরও পড়ুন: হাউ হাউ করে কেঁদে উঠলেন নায়িকা! লিখলেন, ‘রোজের সঙ্গী …’ হঠাৎ কী হল সদ্য বিবাহিতা সোহিনীর?
তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন তাঁদের। একজন লিখেছেন, ‘যেমন আছ তেমনি থেকো দু’জন সারাজীবন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।' আর একজন লেখেন, ‘একে অপরের জন্য শুধু তৈরি।’ তবে আরজি কর প্রসঙ্গে সোহিনী এক মন্তব্যের রেশ টেনে এক নেটিজেন কমেন্ট করেন, ‘তুমি এ শহরে মা হতে পারবে।’ তবে অনেকে আবার শোভনের আগের সব সম্পর্কের পরিণতি দেখে তাঁদের কটাক্ষও করেছেন। একজন অভিনেত্রীকে সতর্ক করে বলেছেন, ‘শুভ নববর্ষ দিদি। তবে সতর্ক থাকুন... কিছু মাসের মধ্যেই বুঝতে পারবেন।’
প্রসঙ্গত, ২০২৪-এ পুজোর আগে বিয়ে করেছেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে কোনও এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদযাপন। দুজনের সম্পর্কের বয়স বেশিদিনের নয়। ২০২৩-এ পুজোর আগে শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। তবে সোহিনী শোভনের চেয়ে বয়সে বড়। কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে।
উইকিপিডিয়া অনুযায়ী, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। আরেকটা তথ্য বলছে, নায়িকার জন্ম ১৯৯১ সালের ১ অক্টোবর। অন্যদিকে, ১৯৯৩ সালের ১ এপ্রিল শোভনের জন্মদিন। তাই কমপক্ষে সোহিনী তাঁর থেকে দেড় বছরের বড় তা বলাই যায়।
কাজের সূত্রে, সোহিনীকে ‘অমর সঙ্গী’তে দেখা যাবে। ভৌতিক-কমেডি এই ছবিতে নায়িকার বিপরীতে থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের একেবারে গোড়াতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ৩১ জানুয়ারি বড় পর্দায় আসছে ‘অমর সঙ্গী’।