নতুন শ্বশুর বাড়িতে দ্যিবি গুছিয়ে সংসার করছেন সোহিনী সরকার, পাশাপাশি সমান তালে সামাল দিচ্ছেন কাজেও। কিন্তু এর মাঝেই কেঁদে ভাসালেন অভিনেত্রী! হঠাৎ কী হল তাঁর? নিজেই অনুরাগীদের সঙ্গে ভিডিয়ো শেয়ার করে নিলেন নায়িকা।
চলতি বছর জুলাই মাসে একদম সাদামাটা ভাবে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন সোহিনী সরকার। তারপর কেটে গিয়েছে অনেক গুলো মাস। বিনোদন জগত, বাইরের সমস্ত কাজ করেও সংসার বেশ ভালো ভাবেই সামাল দিচ্ছেন অভিনেত্রী। মাঝে মাঝেই তার কিছু ঝলক দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। কিছুদিন আগেই নায়িকা শেয়ার করে নিয়েছিলেন তিনি সেজেগুজে বিয়ে বাড়ি যাবেন বলে তৈরি, সেই সময় বাড়িতে হঠাৎ অতিথি আসায় তাঁকে তড়িঘড়ি রান্নাঘরে ছুটতে হয়েছে। আর এবার দেখা গেল রান্না ঘরে বসে কাঁদছেন অভিনেত্রী। নিজেই রবিবার স্যোশাল মিডিয়ায় তাঁর কান্নার ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোহিনী।
কিন্তু তাঁর এই কান্নার কারণ কী জানেন? আসলে পেঁয়াজ কাটতে গিয়েই তাঁর এই হাল। ভিডিয়য়ো দেখা গিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে অভিনেত্রী বলছেন, ‘বাবা রে, মা গো, ভগবান। কল মনে হচ্ছে। আমার চোখ নয়, কল।’
অভিনেত্রীর এই ভিডিয়ো নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ বেশ খোঁচাও দিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, ‘একদিন করলে এই রকমই হয়। রোজদিন করলে হবে না।’ আর একজন লেখেন, ‘তোমার বর কে বলো, ভিডিয়ো না করে একটু সাহায্য করে দিতে।’ আর একজন মজা করে লিখেছেন, ‘বাইকের হেলমেট পরে পেঁয়াজ কাটুন।’ আবার কেউ কেউ তাঁকে পরামর্শও দিয়েছেন। একজন লেখেন, ‘পেঁয়াজ কাটার আগে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন, এই প্রবলেম টা আর হবে না।’ ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'রোজের সঙ্গী …'।
আরও পড়ুন: ‘আলিয়ার সঙ্গে কাজ করলে পরের ছবির ব্যান্ড বেজে যাবে’, কেন এমন বললেন 'জিগরা'র পরিচালক ভাসান বালা?
প্রসঙ্গত, চলতি বছরে পুজোর আগে বিয়ে করেছেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে কোনও এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদযাপন। দুজনের সম্পর্কের বয়স বেশিদিনের নয়। গত বছর পুজোর আগে শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। তবে সোহিনী শোভনের চেয়ে বয়সে বড়। কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে।
উইকিপিডিয়া অনুযায়ী, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। আরেকটা তথ্য বলছে, নায়িকার জন্ম ১৯৯১ সালের ১ অক্টোবর। অন্যদিকে, ১৯৯৩ সালের ১ এপ্রিল শোভনের জন্মদিন। তাই কমপক্ষে সোহিনী তাঁর থেকে দেড় বছরের বড় তা বলাই যায়।
কাজের সূত্রে, সোহিনীকে ‘অমর সঙ্গী’তে দেখা যাবে। ভৌতিক-কমেডি এই ছবিতে নায়িকার বিপরীতে থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের একেবারে গোড়াতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ৩১ জানুয়ারি বড় পর্দায় আসছে ‘অমর সঙ্গী’।