
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রবিবার, ১৯ নভেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হয়ে গেল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। স্টার জলসার এই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন সুকৃত সাহা এবং অয়ন্যা চট্টোপাধ্যায়। রবিবার তাঁদের এই সফর শেষ হতেই মন খারাপ সবার। সুকৃত তো বটেই এখানে তাঁর বড় মায়ের চরিত্রে অভিনয় করা সোহিনী সান্যালও জানালেন তাঁর মনের অবস্থার কথা।
সোহিনী সান্যাল ওরফে শ্রীমান পৃথ্বীরাজের বড় মা এদিন এই ধারাবাহিকের বিভিন্ন মুহূর্তের একটি কোলাজ বানিয়ে পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'শেষ হয়েও হইলো না শেষ, বিনোদনের এমনই রেশ। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে তোমরা সবাই হয়তো চিরকাল মনে রাখবে, আমিও তোমাদের মতোই এই বাচ্চা দুটোকে মনে রাখব। ওদের মতো সাধনা, নিষ্ঠা, প্রচেষ্টা, অধ্যবসায়, শৃঙ্খলা আমি খুব কম অভিনেতাদের মধ্যে দেখেছি। সুকৃত এবং অয়ন্যা আমি আশীর্বাদ করি যাতে তোরা অনেক বড় হোস। সব স্বপ্ন সত্যি হোক। তোদের বড় মা।' তিনি এই পোস্টে স্টার জলসা এবং অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টকেও ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মুক্তির আগেই কনসার্টে দ্য আর্চিজ ছবির গান! অরিজিৎ বললেন, 'এই প্রথমবার....'
সোহিনীর পোস্টে উত্তর দেন সুকৃত ওরফে শ্রীমান পৃথ্বীরাজ। তিনি লেখেন, 'অনেক ধন্যবাদ সোহিনী দি এতটা সাপোর্ট করার জন্য। অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, দিদি এবং অনেক সময় মাও। মা হওয়াটা স্বাভাবিক কারণ তুমি যে আমাদের বড় মা। এই শব্দটা অনস্ক্রিন নয়, বাস্তবেও প্রযোজ্য। সবাইকে ধন্যবাদ। আমাকে এই প্রজেক্টের এই চরিত্রে বাছার জন্য ধন্যবাদ।'
উত্তর দিয়েছেন পর্দার কমলাও। এদিন অয়ন্যা চট্টোপাধ্যায় সোহিনীর পোস্টে লেখেন, 'এই ধারাবাহিকে তোমায় বড় মা হিসেবে পেয়ে আমি ধন্য। তুমি ভীষণ ভালো মানুষ এবং একজন অভিনেতাও। মায়ের মতো আগলে রেখেছিলে তুমি। অনেক ভালোবাসা নিও। আশা করব আগামীতে আমরা আবার একসঙ্গে কাজ করব।'
৳7,777 IPL 2025 Sports Bonus