দিদি নম্বর ওয়ানে মাঝে মধ্যেই টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যায়। শুধু তাই নয় তাঁদের জীবনের নানা মজার কথাও উঠে আসে। এই যেমন আর কয়েকদিন পরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বিয়ের পর প্রথমবার খেলতে আসছেন কড়িখেলা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রীপর্ণা রায়। সেখানে এসে কোন গোপন সত্য ফাঁস করলেন তিনি?
আরও পড়ুন: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সঙ্গে বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনলেন নাতাশা?
দিদি নম্বর ওয়ানে শ্রীপর্ণা রায়
গত বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়েন শ্রীপর্ণা রায়। বিয়ের পর এই প্রথম তিনি দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন। সেই পর্বের প্রোমো এদিন প্রকাশ্যে আনা হয় চ্যানেলের তরফে সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে দিদির মঞ্চে তিনি একটু স্বপ্নের কথা জানিয়েছিলেন যা পূরণ হয়েছে। শ্রীপর্ণা বলেন, 'দিদি নম্বর ওয়ানে এসেই চেয়েছিলাম বর যেন ডাক্তার হয়। ভগবান সেটা ফাইনালি দিয়েছে।' এটা শুনে ভারী মজা পান প্রিয়া পাল।
প্রিয়া শ্রীপর্ণার এই কথা শুনে রচনার উদ্দেশ্যে বলেন, 'যদি এখানে এসে বলি ডাক্তার বর চাই তাহলেই পেয়ে যাব?' এটা শুনেই সকলে হেসে ফেলেন। তারকাখচিত দিদি নম্বর ওয়ানের এই পর্বটি আগামীকাল অর্থাৎ ৪ জুন মঙ্গলবার জি বাংলার পর্দায় দেখা যাবে।
প্রসঙ্গত শ্রীপর্ণা রায়ের বর পেশায় একজন চিকিৎসক। তাঁদের বিয়ের একাধিক আদুরে ভিডিয়ো ভাইরাল হয়েছিল। বর্তমানে তাঁরা তাঁদের ব্যক্তিগত নানা মুহূর্ত নানা সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। শ্রীপর্ণাকে শেষবার গাঁটছড়া ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে প্রিয়া পালকে বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে খলনায়িকা দিব্যা সেনের চরিত্রে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
আরও পড়ুন: নেই আলো, নেই জল, দেখা মেলেনি সেক্টর অফিসারেরও, ভোট করাতে গিয়ে চরম হয়রানির শিকার মহিলা ভোটকর্মীরা!
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।