বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। কথা মতোই ১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিলেন শোভন। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের প্রথম ছবি।
আরও পড়ুন: মাকে পাশে নিয়েই রাধিকার সিঁথি রাঙিয়ে দেন অনন্ত! দেখুন আম্বানিদের বিয়ের নানা মুহূর্তের ঝলক
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা-শ্লোকাও
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়
সোহিনী সরকার এদিন নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন। জানালেন তাঁদের সম্পর্কের অজানা কথাও। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তাঁরা গাঁটছড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন তিনি।
সোহিনী একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'দেখা হওয়ার এক বছরে / একই সাথে একই ঘরে।' বিয়েতে সোহিনী পরেছিলেন পেয়াঁজি রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ। সঙ্গে সোনালি চোকার, তিন থাক হার, ঝুমকো পরেছিলেন। বাদ যায়নি তাঁর পছন্দের নোলক। টিকলিও পরেছিলেন এদিন অভিনেত্রী। খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়। অন্যদিকে শোভন গঙ্গোপাধ্যায় এদিন সাদা পঞ্জাবি পরেছিলেন। তাঁদের দুজনের গলায় বেল ফুলের মালা দেখা যায়।
আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউজে এদিন তাঁদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাঁদের কখনও পুকুর পাড়ে কখনও সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গিয়েছে।একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তাঁর গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভন গঙ্গোপাধ্যায়কে।
প্রসঙ্গত গত বছর থেকে রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন। তাঁদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায়। এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তাঁরা, যা দেখে সহজেই দুইয়ে দুইয়ে চার করেন তাঁদের অনুরাগীরা। এরপর এই বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। অবশেষে সেই কথাই সত্যি হল।
আরও পড়ুন: 'ও গল্প বলছে আর সমস্যায় পড়ে যাচ্ছি আমি', সারেগামাপায় অতীতের রহস্য ফাঁস করলেন রাঘব, শুনে কী বললেন কৌশিকী?
পোস্ট করা মাত্রই সোহিনী এবং শোভনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। প্রসঙ্গত অভিনেত্রীকে শেষবার অথৈ ছবিতে দেখা গিয়েছিল।