
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৫৯ বছর বয়স। কিন্তু তাঁর এনার্জি বা ক্যারিশমা দেখলে বোঝা দায়! এদিন তিনি যোগ দিয়েছিলেন একটি প্রাইভেট ইভেন্টে। সেখানে গিয়ে তাঁকে রীতিমত নিজের ম্যাজিক ছড়াতে দেখা গেল। নাচলেন, ডায়লগ বললেন, আরও কত কী!
আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির আঁচ পশ্চিমবঙ্গে! ওপার বাংলার হিন্দু নিপীড়নের প্রতিবাদে রেজওয়ানাকে বয়কটের দাবি
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে HT City এর তরফে। সেখানেই দেখা যাচ্ছে মঞ্চে কালো শার্ট, প্যান্ট এবং রোদ চশমা পরে মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান। তাঁর পাশে গাউন পরে, মাথায় ওড়না লাগিয়ে দাঁড়িয়ে এক মহিলা। আর সেই মহিলাকে উদ্দেশ্য করেই এদিন কিং খানকে তাঁর ছবি জব তক হ্যায় জানের সেই বিখ্যাত সংলাপ বলতে শোনা যায়। সেই সংলাপ বলতে বলতে তাঁর সামনে বসেও পড়েন শাহরুখ। আর এটা দেখেই সেই মহিলা লজ্জায় লাল হয়ে যান।
আরেকটা ভিডিয়োতে দেখা যাচ্ছে এক দল ড্যান্সারের সঙ্গে মঞ্চ কাঁপাচ্ছেন শাহরুখ খান। নাচ করছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর অন্যতম বড় হিট, পাঠান ছবিটির টাইটেল ট্র্যাকে। তাঁকে এদিন সেই গানের হুক স্টেপ করতেও দেখা যায়।
বলাই বাহুল্য দুটো ভিডিয়োতেই শাহরুখের অনুরাগীরা তাঁর এনার্জি দেখে মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এই বয়সে এসেও এই এনার্জি!' আরেকজন লেখেন, 'আপনার ক্যারিশমায় আজও এমনভাবে মজে যে আর কাউকে চোখে লাগে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওঁর নাকি ৫৯ বছর বয়স!'
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু। আগামীতে তাঁকে সুজয় ঘোষের ছবি কিংয়ে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান ছাড়াও যিশু সেনগুপ্ত, অভিষেক বচ্চন, প্রমুখ থাকবেন বলেই কানাঘুষোয় শোনা যাচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports