শাহরুখ খান-কে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডাঙ্কিতে। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন কিং খান। আপাতত তাঁর সিনেমা বলতে খবর রয়েছে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধে ‘কিং’। যাতে থাকার কথা অভিষেক বচ্চনেরও। তবে অল্পতে কী আর দর্শকের মন ভরে! সে যাই হোক, এবার নতুন চর্চা যে তিনি নাকি কাজ করতে প্রস্তুত পুষ্পা ২-এর পরিচালকের সঙ্গে।
যদি প্রকল্পটি বাস্তবায়িত হয়, তাহলে শাহরুখ এই সিনেমাতে একজন অ্যান্টি-হিরোর ভূমিকায় থাকবেন। ধারণা করা হচ্ছে যে, এই গল্পে জাতপাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে।
এক সূত্রের বক্তব্য অনুসারে, ‘কিং খান একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন, তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাঁকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে।’
বলে রাখা ভালো, কিং খান তাঁর সিনেমার কেরিয়ারের শুরুতেই কিন্তু ডর, বাজিগরের মতো সিনেমায় অ্যান্টি-হিরো হিসেবে ধরা দিয়েছেন। পাঠান ও জাওয়ানে তাঁর অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায়। তাই পুষ্পা ২-র পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে, তা মোটেও মন্দ হবে না!
আরও পড়ুন: সেই ১৪ বছর থেকে গাইছেন গান, ৪১-এ এসে কত কোটির মালিক শ্রেয়া? গাড়ি-বাড়িই বা কটি?
তবে এই সিনেমা এখনই আসছে না! সুকুমারের একাধিক প্রকল্পের কাজ চলছে, যার মধ্যে রয়েছে রাম চরণের সঙ্গে আরসি ১৭, পুষ্প ৩: দ্য র্যাম্পেজ এবং একটি রোম্যান্টিক ড্রামা। শাহরুখ প্রস্তুতি নিচ্ছে কিং-এর, যা ২০২৫ সালের মে মাসে ফ্লোরে যেতে চলেছে। এবং তারপরে পাঠান ২-ও আসার কথা, যা তাঁর ২০২৩ সালের ব্লকবাস্টারের সিক্যুয়েল। এমনকী, টাইগার ভার্সেস পাঠান-এর কাজও ২০২৬-এ শুরুর কথাও রয়েছে।
আরও পড়ুন: ‘মাসে দু'বার…’, সানিয়াকে ডিভোর্স, করেছেন ৩য় বিয়ে, ছেলের সঙ্গে আছে কি কোনো যোগাযোগ? জবাব শোয়েবের
খবর, শাহরুখ চলচ্চিত্র নির্মাতাকে জানিয়েছেন, আগামী ২ বছর নতুন কোনো প্রোজেক্টের জন্য উপলব্ধ নন। অর্থাৎ, সুকুমারের সঙ্গে তার সম্ভাব্য কোলাবরেশনি ২০২৭ সাল বা তার পরে শুরু হতে পারে।