ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিয়ে ভাঙার অফিসিয়াল খবর আসে ২০২৪ নাগাদ। গত বছর জানুয়ারিতে শোয়েবের বিয়ের খবরে আসলে স্পষ্ট হয়েছিল সবটা। তার আগে থেকেই দুজনের বিচ্ছেদের খবর পাওয়া গেলেও, কেউ তাতে দেননি সিলমোহর।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের তৃতীয় বিয়ের খবর জানাজানি হওয়ার পরে, সানিয়ার বাবা ইমরান মির্জ়া জানান, তাঁর মেয়ে শরিয়ত আইন মেনে শোয়েবকে ‘খুলা’ দিয়েছেন। তবে আলাদা হলেও, ছেলে ইজহান মির্জার দায়িত্ব পালন করছেন তাঁরা যৌথভাবে। যদিও ছেলে থাকে সানিয়ার কাছেই।
সম্প্রতি ইজহানের সঙ্গে দেখা করা নিয়ে মুখ খুললেন শোয়েব। পাকিস্তানি টেলিভিশনের একটি অনুষ্ঠানে শোয়েব সন্তানের অভিভাবকত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান যে, ইজহানের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-ছেলের থেকে অনেক বেশি বন্ধুত্বের। ‘তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। সে আমাকে ভাই বলে ডাকে, আবার কখনো আমিও তাকে ভাই বলে ডাকি। আমি দুবাইয়ে মাসে দু'বার তার সাথে দেখা করার বিষয়টি নিশ্চিত করি এবং সেখানে থাকাকালীন আমি নিজে তাঁকে স্কুলে পৌঁছে দিই এবং তাঁকে নিতে আসি।’, বলতে শোনা গেল শোয়েবকে।
সঙ্গে শোয়েবকে আরও বলতে শোনা যায়, ‘তার সঙ্গে আমার খুব দৃঢ় বন্ধন রয়েছে। প্রতিদিন আমরা ভিডিও কলে যোগাযোগ করি এবং সবকিছু নিয়ে আলোচনা করি।’
২০১০ সালে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। ভারতের টেনিস তারকার পাকিস্তানের পুত্রবধূ হওয়া নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি। সে যাই হোক, দুজনের সুখের সংসারই ছিল, প্রায় ২০২৩ অবধি। ইজহানকে নিয়ে সুখে দিনও কাটাচ্ছিলেন। বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনোপক্ষই। তবে শোয়েবের সঙ্গে ছাড়াছাড়ির পর, পাকাপাকিভাবে দুবাইতে বাস করছেন সানিয়া।
আর নতুন সংসারশুরু করেছেন শোয়েব। ২০২৪ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিকের বিয়ে হয়।