মোহিত সুরি পরিচালিত 'সাইয়রা' ছবিটি ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি মুক্তির পর কেটে গিয়েছে ১৬ দিন। তবে তার পরেও, বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সাইয়ারা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অহান পান্ডে ও অনীত পাড্ডা। ইতিমধ্যেই অনীত ও আহানের জুটি বেশ পছন্দ করেছেন দর্শকরা।
চলুন দেখে নেওয়া যাক, শনিবার ছবিটি কত কোটি টাকা আয় করেছে। যশরাজের ব্যানারে নির্মিত 'সাইয়রা' সমালোচকদের পাশাপাশি তারকাদের কাছ থেকেও দারুণ পর্যালোচনা পেয়েছে। ছবির গানও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তবে বক্স অফিসে 'সাইয়ারা'র মুখোমুখি দুটি বড় ছবি। প্রথমটি অজয় দেবগনের 'সন অফ সর্দার ২' এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ছবি 'ধড়ক ২'।
বক্স অফিসে প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও শনিবার বেশ ভালো রোজগারই হয়েছে সাইয়ারা-র। প্রথম দিনে এই ছবি আয় করে ২১ কোটি টাকা। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সাইয়ারা-র শনিবারের আয় ৬.৩৫ কোটি টাকা (এটা এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়।)। আর শনিবার অবধি ছবির মোট আয় ২৯১.৩৫ কোটি টাকা। অর্থাৎ ৩০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সাইয়ারা।
দেখুন 'সাইয়রা'-র দিনপ্রতি কালেকশন:
১ম দিন: ২১.৫ কোটি টাকা
২য় দিন: ২৬ কোটি টাকা
৩য় দিন: ৩৫.৭৫ কোটি টাকা
৪র্থ দিন: ২৪ কোটি টাকা
৫ম দিন: ২৫ কোটি টাকা
৬ষ্ঠ দিন: ২১.৫ কোটি টাকা
৭ম দিন: ১৯ কোটি টাকা
৮ম দিন: ১৮ কোটি টাকা
৯বম দিন: ২৬.৫ কোটি টাকা
১০তম দিন: ৩০ কোটি টাকা
১১তম দিন: ৯.২৫ কোটি টাকা
১২তম দিন: ১০ কোটি টাকা
১৩তম দিন: ৭.৫ কোটি টাকা
১৪তম দিন: ৬.৫ কোটি টাকা
১৫তম দিন: ৪.৫ কোটি টাকা
১৬তম দিন: ৬.৩৫ কোটি টাকা
মোট সংগ্রহ: ২৯১.৩৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)