
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি সপ্তাহের সারেগামাপায় শেষ ভাগে এসে দারুণ চমক পেলেন দর্শকরা। রবিবার, ৫ জানুয়ারি এ আর রহমান স্পেশ্যাল পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই ইলিমিনেশন বিচারকদের কাণ্ড দেখে বেশ বিরক্ত হলেন আবির চট্টোপাধ্যায়। কিন্তু ঠিক কী ঘটেছে?
এদিন অর্থাৎ রবিবার পর্বের একদম শেষে দেখা যায়, শনিবার থেকে সবথেকে কম নম্বর পেয়ে ডেঞ্জার জোনে আছেন বনশ্রী। তাঁর সংগৃহীত নম্বর ২৬। কিন্তু রবিবার শান্তনু মৈত্র এবং অন্তরা মিত্রের টিম থেকে দিবাকর এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং কৌশিকী চক্রবর্তীর টিম থেকে অঙ্কনা ২৪ নম্বর পায়। স্বাভাবিক ভাবেই ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়ের টিমের প্রতিযোগী সেফ জোনে চলে আসেন। এরপর নিয়ম মেনে কথা ওঠে অঙ্কনা এবং দিবাকরের ফেসঅফের।
সেখানেই শান্তনু মৈত্র দুই প্রতিযোগীর উদ্দেশ্যে বলেন, 'ফেসঅফে যদি মুখরার বদলে পুরো গান শুনতে চাই?' তাতে তাঁরা দুজনেই সম্মতি জানান। এরপর সঙ্গীত পরিচালক বলেন, এ আর রহমানের মতো চ্যালেঞ্জিং সঙ্গীত পরিচালকের পর্বে কোনও ফেসঅফ হতে পারে না। ফেসঅফ করছি না। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটা তোমাদের উপর।'
এটা শুনেই কপট রাগ দেখিয়ে আবির চট্টোপাধ্যায় বলেন, 'আমিই চলে গেলাম ডেঞ্জার জোনে। কী চাইছ তোমরা? একবার বলছ মুখরার বদলে পুরো গান শুনবে তারপরই বলছ ফেসঅফ হবে না। ওখানে দুজন মুখ কালো করে দাঁড়িয়ে। যা তোরা সেফ জোনে চলে যা।' ফলে এই সপ্তাহে সারেগামাপায় কোনও এলিমিনেশন হয়নি।
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
আরও পড়ুন: 'আমিই ক্যাবিনেট' ঘোষণা ইন্দিরার, কঙ্গনার ইমারজেন্সির ট্রেলার জুড়ে ৭১-র ভারত-পাক যুদ্ধের টুকরো ছবি
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports