সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত উমা ছবির হাত ধরে প্রথম বড় পর্দায় অভিষেক হয়েছিল সারা সেনগুপ্তের। প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সকলে ভেবেছিল, আগামী দিনের একজন সুপারস্টার তৈরি হচ্ছে চুপিসারে। তবে উমা ছবিতে অভিনয় করার পর আর অন্য কোনও ছবিতে দেখা যায়নি যীশু কন্যাকে।
অভিনয় জগতে খ্যাতি অর্জন না করতে পারলেও এই মুহূর্তে তিনি চুটিয়ে মডেলিং করছেন। মায়া নগরীর ফ্যাশন দুনিয়ার অন্যতম একটি নাম সারা সেনগুপ্ত। কিছুদিন আগেই আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোয়ে সারার দুর্দান্ত উপস্থিতি মুগ্ধ করেছিল সকলকে। এবার এলে ইন্ডিয়ার ফ্যাশন ম্যাগাজিনের ‘কভার গার্ল’ হিসেবে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
সারা এখন তরুণী। সেই ছোট্ট শিশু সুলভ অভিব্যক্তি আর তাঁর চোখে মুখে ধরা দেয় না। সারা এখন নামি মডেল। শুধু মুম্বইয়ে একাই সবকিছু সামলাচ্ছেন তিনি। বাবা মায়ের ব্যক্তিগত সমস্যাও তাঁকে বিচলিত করতে পারেনি। নিজের লক্ষ্যে স্থির ছিলেন বলেই হয়তো আজ একের পর এক এচিভমেন্ট পাচ্ছেন তিনি।
এলে ইন্ডিয়ার ফ্যাশন শ্যুটে কভার গার্ল হিসেবে সারার এই প্রাপ্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীর কন্যাকে। পরিচালকের এই পোস্টটি একাধিক মানুষ ছোট্ট সারাকে জানিয়েছেন শুভেচ্ছা। এই বিশেষ মুহূর্তে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল নীলাঞ্জনাকেও।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
সংবাদ প্রতিদিন নীলাঞ্জনার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি। এখনও পর্যন্ত আমার মেয়ে যা কিছু অর্জন করেছে, তার জন্য আমি খুব গর্বিত। ক্রিশ্চিয়ান ডিওর শো হোক অথবা ল্যাকমে ফ্যাশন উইকে অংশগ্রহণ, সবকিছুই নিজেই করেছে ও। তাই পুরোটাই ওর কৃতিত্ব।’
নীলাঞ্জনা আরও জানিয়েছেন, মা হিসেবে তিনি ভীষণ গর্বিত। বাড়ি থেকে সুদূর মুম্বইয়ে একাই সবকিছু সামলাচ্ছেন তাঁর বড় মেয়ে। তবে সকলে যেভাবে ওর পাশে থেকেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ভীষণ গর্বিত আমার মেয়ের জন্য।