বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ও তাঁর দুই সন্তানের জন্য গত দেড় মাস খুব কঠিন ছিল। অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর স্বভাবিকভাবেই ভেঙে পড়েন তাঁর দুই সন্তান। ছেলেমেয়েকে নিয়ে তাদের বাবার শেষকৃত্য থেকে প্রার্থনাসভা, সবেতেই ভাগ নিয়েছিলেন করিশ্মা। এমনকী, কদিন আগে সম্পত্তি সংক্রান্ত এক কাজে ফের দিল্লিতে গিয়েছিলেন করিশ্মা, সেখানেও সঙ্গে ছিল দুই ছেলে-মেয়ে।
তবে এবার সোমবার রাতে সামায়রাকে দেখা গেল এক রহস্যময় তরুণের সঙ্গে। আর স্বাভাবিকভাবেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রেম করছেন করিশ্মা-কন্যা?
সোশ্যাল মিডিয়ায় করিশ্মা কাপুরের মেয়ে সামায়রার ভিডিয়ো সামনে এসেছে। এই ভিডিওতে ২০ বছর বয়সী সামায়রাকে গাড়িতে বসে থাকতে দেখা যায়। তিনি পাপারাজ্জিদের ক্যামেরা দেখে হাসেন এবং তারপর মুখ লুকানোর চেষ্টা করেন। পাশের সিটে এক অপরিচিত ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। যদিও, জানালা ঢাকা ছিল তাই লোকটির মুখ দেখা যায়নি। সামায়রার পোশাক দেখে মনে হচ্ছে তিনি কোনো পার্টি থেকে ফিরছেন। সামায়রার এই ভিডিয়োতে ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামায়রার ভিডিয়োতে ইন্টারনেটের প্রতিক্রিয়া:
এই ভিডিয়োতে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সামায়রা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, মানে সে বিশেষ কারো সঙ্গে আছে’। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘করিশ্মার মেয়ে এত বড় হয়ে গেছে’! অন্য একজন লিখেছেন, ‘কিন্তু এই ছেলেটি কে? যাকে পাশে বসে সামায়রা এরকম লাল হয়ে যাচ্ছে’। সামায়রা বরাবরই লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। খুব কমই বলিউডের পার্টিতে দেখা যায়।
প্রসঙ্গত সম্প্রতি সামায়রা তাঁর বাবা সঞ্জয় কাপুরকে হারিয়েছেন। লন্ডনে পোলো খেলার সময় মাছি গিলে ফেলায় আকস্মিক মৃত্যু ঘটে এই উদ্যোগপতির। পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।