1 মিনিটে পড়ুন Updated: 08 Oct 2023, 02:06 PM ISTSubhasmita Kanji
Salman Khan: একটি মেয়ের সঙ্গে ছবি পোস্ট সলমনের। যদিও মেয়েটি কে সেটা বোঝা যাচ্ছে না। আর সেটা দেখে হতবাক ভাইজান ভক্তরা। সকলের মুখেই একটা প্রশ্ন মেয়েটা কে ভাই?
রহস্যময় নারীকে জড়িয়ে পোস্ট সলমনের
টুইটারে যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দিলেন সলমন খান। একটি মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়েছেন, আর সেটা দেখেই হইচই পড়ে গিয়েছে।
টুইটারে সলমনের পোস্ট
ভাইজান যে ছবি পোস্ট করেছেন সেখানে একজন মহিলাকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর কাঁধে হাত দিয়ে রেখেছেন সলমন খান। দুজনের পরনেই সাদা পোশাক যেখানে ২৭/১২ লেখা। সলমন ক্লিন শেভড লুকে দূরের দিকে তাকিয়ে আছেন। আর সেই মহিলার মুখ দেখা যাচ্ছে না। তবে ছবির মধ্যে লেখা আছে, 'আগামীকাল আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করব।' সঙ্গে তিনি এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'তোমার পিছনে সবসময় আমি আছি।'
ভাইজানের এই পোস্ট ঘিরেই ঘনিয়েছে রহস্য। মেয়েটা কে? তাঁর সঙ্গে কীই বা সম্পর্ক? সলমন কি তবে অবশেষে ব্যাচেলরহুড ঘোচাতে চলেছেন? বিয়ে করছেন তিনি? নাকি তাঁর কোনও নতুন কাজের খবর দেবেন? নাকি তাঁর পরিবারের কাউকে তিনি আবার বলিউডে লঞ্চ করছেন?
এই বিষয়ে বলে রাখা ভালো, বলিউডের একাধিক নায়িকার অভিষেক হয়েছে সলমনের হাত ধরে। লঞ্চ করেছেন অনেককে। এবার তিনি তাঁর ভাগ্নি আলিজেহকে লঞ্চ করতে চলেছেন। সলমন খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে হল আলিজেহ। তিনি সলমন খান ফিল্মস ব্যানারে তৈরি হওয়া ছবি ফ্যারের হাত ধরে বলিউডে পা রাখছেন। ইতিমধ্যেই সেটার টিজার প্রকাশ্যে এসেছে। তবে কি এবার সেই ছবিরই ট্রেলার বা অন্য তথ্য প্রকাশ্যে আনবেন সলমন? প্রশ্ন উঁকি দিচ্ছে।
'এটা কে ভাই?', 'আপনি কি এবার তবে বিয়ে করছেন?' '২৭/১২ এর অর্থ কী?' সহ একাধিক মন্তব্য এসেছে। কেউ আবার লিখেছেন, 'যে আপনার ভরসা পায় তার আর কী প্রয়োজন?' তবে সলমন আদতে কাকে বা কী নিয়ে এই পোস্ট করেছেন সেটা স্পষ্ট নয়। সেই উত্তর আগামীকাল পাওয়া যাবে।