
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কৃতি স্যানন এবং শাহিদ কাপুরের সঙ্গে যেন গালা মুহূর্ত সলমন খানের। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৭’ হোস্ট করছেন সলমন। সেখানে হাজির হয়েছেন কৃতি-শাহিদ।
কালার্স টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, 'টাইগার ৩' তারকাকে শহিদ কাপুর এবং কৃতি স্যাননের সিনেমা ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র একটি গান লাল পিলি আঁখিয়াতে মন খুলে নাচতে। সাদা পোশাক পরে দেখা মিলেছে কৃতির। সলমন খান এবং শাহিদ কাপুরের সঙ্গে পা মেলাচ্ছেন তিনি। আরও পড়ুন: ফুলের মালা, গা ভর্তি গয়নায় সেজেছেন রামলালা, 'প্রাণপ্রতিষ্ঠা'র পর প্রথম ছবি দেখুন
দেখুন সেই ভিডুিয়ো-
বলিপাড়ার নতুন অনস্ক্রিন জুটি শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। দুজনেই রোমান্টিক মুডে ধরা দেবেন এই ভ্যালেন্টাইন্স ডে-তে। ছবিটির শিরোনাম ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’।
১৮ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’র ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং কৃতি স্যানন। ভালোবাসার মাস আসতে আর মাত্র কয়েকদিন বাকি। কয়েকদিন বাকি ভ্যালেন্টাইন্স ডের। আর ঠিক তখনই মুক্তি পেতে চলেছে এক অসম্ভব লাভ স্টোরির এক অনবদ্য সিনেমা।
ট্রেলারে দেখা গিয়েছে, কৃতির প্রেমে এবং কাজে মুগ্ধ হয়ে যান শাহিদ কাপুর। প্রেমে পড়তেও সময় লাগেনি তাঁদের বেশি। কাছে আসতেও না। পরিবারকে জানাতে তাঁরাও মেনে নেন এই সম্পর্ক। কিন্তু মেয়েটির কিছু উদ্ভট কাণ্ডকারখানা সকলেরই বেশ নজরে পড়েছিল, কিন্তু তাঁরা ভেবেছেন এই মেয়ে বিদেশি তাই হয়তো এমন।
কিন্তু একটা সময় শাহিদ দেখেন কৃতি আর নড়ছেন না, মৃত। তখন তাঁর এক আত্মীয় জানান যে ও রোবট। মৃত না। চার্জ ফুরিয়ে গিয়েছে। এই সত্যি জানার পরও শাহিদ তাঁকে ছাড়তে পারেন না। এমন অবস্থায় দাঁড়িয়ে তাঁদের সম্পর্কের কী হয় সেটা নিয়েই এই ছবি। আগামী ৯ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে মুক্তি পেতে চলেছে ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উতেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন।
গত বছর ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’- কৃতির একটি ছবিও বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। অন্যদিকে শাহিদকে গত বছর ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ‘ফারজি’ এবং ‘ব্লাডি ড্যাডি’ ছবিতে দেখা গিয়েছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports