বলিউডের যে অভিনেতারা বাঙালি জামাই আছেন, তাদের মধ্যে অন্যতম রাজকুমার রাও। কিছু বছর হয়েছে পত্রলেখাকে বিয়ে করেছেন তিনি। কাজের পাশাপাশি সব সময় স্ত্রীকে আগলে রাখেন তিনি। স্ত্রীর অপমান সইতে না পেরে একবার নিজের বাড়ির বাবুর্চিকেই বিদায় করতেও এক মুহূর্তও চিন্তা করেননি তিনি।
সম্প্রতি রিল্যাশনশিট অ্যাডভাইস নামক একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কৌতুক অভিনেতা অভিষেক ম্যাথিউ, উরুজ আশফাক, রৌনক রজনী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলাপচারিতায় রৌনক যখন বলেন, একবার তাঁর শেফ তাঁর স্ত্রীকে অসম্মান করায় তিনি তাঁকে বাড়ি থেকে বহিষ্কার করে দেন, ঠিক তখনই তেমনই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন রাজকুমার।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
রাজকুমার বলেন, ‘আমার বাড়িতেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল। আমাদের বাড়িতে একজন রাঁধুনি ছিল যার বয়স ৪৮ বছর। দুর্দান্ত রাঁধুনি ছিল সে। দুর্দান্ত মেক্সিকান খাবার তৈরি করত। ওর হাতেই প্রথম মেক্সিকান নিরামিষ খাবার খেয়েছিলাম আমি।’
রাজকুমার আরও বলেন,' সবকিছুই ভালো চলছিল কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে বলেন, ওই রাঁধুনি নাকি আমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলছেন না। পরে আমি লক্ষ্য করি, আমার স্ত্রী যদি ওঁকে কিছু বলত, ও যেন শুনেও শুনত না। মুখ বেঁকিয়ে অন্য দিকে চলে যেত।'
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
সবশেষে রাজকুমার বলেন, ‘গোটা ব্যাপারটি আমি দেখলাম এবং সঙ্গে সঙ্গে ওঁকে বললাম আপনার ব্যাগ গুছিয়ে আপনি বাড়ি থেকে চলে যান। আপনাকে আর প্রয়োজন নেই আমাদের।’ রাজকুমারের কথা শেষ হতে না হতেই উপস্থিত সকলের হাততালি দিয়ে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ নভেম্বর রাজকুমার এবং পত্রলেখা বিয়ে করেন। প্রায় ১১ বছরের প্রেম পরিণতি পায়। আজ অর্থাৎ ২৩ মে মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ‘ভুলচুক মাফ’।