বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল চিত্রনাট্যকার তিনি। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘শোলে’র মতো ছবি উপহার দিয়েছেন সেলিম খান। পেশাগত জীবনের পাশাপাশি সেলিম খানের ব্যক্তিগত জীবনও হামেশাই থেকেছে চর্চায়। দু'টো বিয়ে, এক ছাদের তলায় দুই স্ত্রীকে নিয়ে বাস- সেলিম খানের জীবনকাহিনি হার মানবে হিট বলিউড ছবির চিত্রনাট্যকেও। এবার স্মৃতির পাতা উলটে পুরোনো দিন ফিরে দেখলেন সলমন খানের বাবা। সৌজন্যে আরবাজ খানের নতুন টক শো। জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে ছেলের শো'তে এসেই মনের ঝাঁপি খুললেন সেলিম খান।
১৯৮১ সালে বলিউড অভিনেত্রী তথা নৃত্য়শিল্পী হেলেনকে বিয়ে করেন চার সন্তানের বাবা সেলিম খান। বড় ছেলে সলমনের বয়স তখন ১৬, আরবাজ সেইসময় ১৪-য় পা দিয়েছেন। মেয়ে আলভিরা এবং সোহেল তখন বেশ ছোট। সেলিম খানের এই সিদ্ধান্তে নড়ে গিয়েছিল খান পরিবারের ভিত, তবে ভেঙে যায়নি পরিবার।

একফ্রেমে খান পরিবার
আরবাজের শো-'দ্য ইনভিন্সিবলস’-এর প্রোমোয় সেলিম খানকে বলতে শোনা গেল হেলেনের সঙ্গে তাঁর প্রেমের শুরুর দিনের গল্পটা। শারীরিক চাহিদা থেকে নয়, মানসিকভাবেই হেলেনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন সেলিম। তিনি বলেন, ‘ওর হাতে তেমন কাজ ছিল না। হেলেন এমন একটা বয়সে পৌঁছেছিল যেখানে ওর পক্ষে ওই ধরণের চরিত্র পাওয়া মুশকিল হচ্ছিল। এরপর ও আমার দ্বারস্থ হয়, ভালোই চলছিল কাজ’। সেলিমের সুবাদে বেশ কিছু ছবিতে কাজের সুযোগ পান হেলেন। সলমনের বাবা আরও বলেন, ‘ওর তখন অল্প বয়স। আমারও কম বয়স। কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে আমি ওকে সাহায্য করিনি। এরপর আমার প্রতি ওর শ্রদ্ধা আর সম্মান বেড়ে যায়। আসলে এই সম্মানের মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে থাকে। শ্রদ্ধা না থাকলে কাউকে ভালোবাসা যায় না’।
প্রথম স্ত্রী সলমা খানকে যখন হেলেনকে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেলিম খান তখন কী ঘটেছিল? বর্ষীয়ান চিত্রনাট্যকার বলেন, ‘আমি এমন কিছু করিনি যে ও ভালো কিছু বলবে। বা আমাকে কোনও পুরস্কার দেবে। একটা ইমোশ্যানাল অ্যাক্সিটেন্ড ঘটেছিল আমার জীবনে। পরে সবটা সামলে উঠি’।
হেলেনের সঙ্গে বাবার রোম্যান্স এবং বিয়ে, শুরুতে ভালোভাবে মেনে নিতে পারেননি সলমন-আরবাজ। শোনা যায় বেশ কয়েকমাস বাবার সঙ্গে কথাও বন্ধ ছিল সলমনের। তবে ধীরে ধীরে খান পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন হেলেন। আজও সলমনের পরিবারের কোনও ছবি অসম্পূর্ণ ‘হেলেন আন্টি’কে ছাড়া। সৎ মা হেলেনের সঙ্গে দারুণ বন্ডিং সলমন-আরবাজ-সোহেল-অলভিরা এবং অর্পিতার।
হেলেনকে বিয়ের পর সন্তানদের সেলিম খান বলেছিলেন, ‘আমি জানি এটা তোমাদের জীবনের একটা সমস্যা। তবে একটা কথা বলব, তোমরা হয়ত তোমাদের মায়ের জায়গা বা ওই রকম ভালোবাসা হেলেনকে দিতে পারবে না। তবে মায়ের মতো সম্মানটা দিও, ওটাই যথেষ্ট’। গত চার দশক ধরে গেইটি গ্যালাক্সির অ্যাপার্টমেন্টে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন সেলিম খান।