বাংলা নিউজ > বায়োস্কোপ > Salaar vs Dunki Box Office: ৪০০ কোটিতে ‘সালার’, অর্ধেকে আটকে ‘ডাঙ্কি’! বৃহস্পতিবারে কোন ছবির আয় কত
পরবর্তী খবর
Salaar vs Dunki Box Office: ৪০০ কোটিতে ‘সালার’, অর্ধেকে আটকে ‘ডাঙ্কি’! বৃহস্পতিবারে কোন ছবির আয় কত
1 মিনিটে পড়ুন Updated: 12 Jan 2024, 08:49 AM ISTTulika Samadder
সালার ভার্সেস ডাঙ্কি-র লড়াইয়ে অনেক পিছিয়ে কিং খান। এমনকী, অর্ধেকের কাছাকাছি আয় করেছে রাজকুমার হিরানির সিনেমা।
জমে উঠেছে ডাঙ্কি ভার্সেস সালার।
সালার ভার্সেস ডাঙ্কির লড়াইয়ের আঁচ এখন অনেক নিভুনিভু। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল দুটি সিনেমাই। আশা ছিল, ভারতের বক্স অফিসে ৫০০ কোটির হ্যাট্রিক করবেন কিং খান। কিন্তু দুঃখের ব্যাপার হল, পাঠান আর জওয়ানের পর ডাঙ্কি সেভাবে খেল জমাতে পারল না। এমনকী, অলটাইম ব্লকবাস্টারের তকমা পেতে ব্যর্থ সালারও।
sacnilk.con-এর রিপোর্ট অনুসারে, তৃতীয় বৃহস্পতিবারে ডাঙ্কি মুক্তির ২২ নম্বর দিনে ঘরে তুলল মাত্র ১.১৫ কোটি। অন্য দিকে, তৃতীয় বৃহস্পতিবারে (২১ নম্বর দিনে) সালারের আয় ডাঙ্কি-র থেকে সামান্য বেশি, ১.৭৫ কোটি।
শাহরুখের সিনেমা ডাঙ্কি মুক্তি পেয়েছিল ২১ ডিসেম্বর। প্রথম দিনে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি ব্যবসা করেছিল ২৯.২ কোটির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথম কাজ শাহরুখ খানের। এর আগে মুন্না ভাই এমবিবিএস আর থ্রি ইডিয়টসের অফার গেলেও ফিরিয়েছিলেন কিং খান।
প্রথম সপ্তাহে ডাঙ্কির ব্যবসা ছিল ১৬০ কোটি। দ্বিতীয় সপ্তাহে ৪৬ কোটি ঘরে তোলে এই সিনেমা।
হিরানির ৩ ইডিয়টস ২০০৯ সালে রেকর্ড ভেঙেছিল ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে। ডাঙ্কির ক্ষেত্রে রাজু হিরানি আর শাহরুখের টিমআপ খেল জমাতে পারল না আগের মতো। আপাতত ছবির মোট আয় ২২১.৭৭ কোটি।
শাহরুখ এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন তাপসী পান্নুর সঙ্গে। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলেছিল ভিকি কৌশলেরও। এই ছবিতে আরও ছিলেন বোমন ইরানি, বিক্রম কোচার, অনিল গ্রোভার।
২০২৩-এর শেষে শাহরুখ খানের টক্কর হয়েছিল দক্ষিণের সুপারস্টার অভিনেতা প্রভাসের সঙ্গে। বাহুবলী দিয়ে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বাহুবলী ২-এর পর আর সাফল্য আসেনি ঝুলিতে। কিন্তু সালার সেই ব্যর্থতা ঘুচিয়েছে। আপাতত ২১ দিনে সালারের মোট আয় ৪০১.৬০ কোটি।
প্রশান্ত নীল পরিচালিত সালার ২২ ডিসেম্বর মুক্তি পায় এবং বর্তমানে পাঁচটি ভারতীয় ভাষায় (তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড়) চলছে।
আপাতত, মেরি ক্রিসমাস, ফাইটার-এর মতো সিনেমা এলে দুটি ছবির ব্যবসার অঙ্কেই আসবে পার্থক্য। ২০২৪-এ ৫০০ কোটির তালিকায় হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের সিনেমা ঢুকবে বলেই আশা চলচ্চিত্র সমালোচকদের।