বয়স মাত্র ৩৬। এখনও যেন ফেম গুরুকুলের সেই সিধেসাধা সরল মুখখানা চলে আসে নামটা শুনলেই। খুব অল্প বয়সেই ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। হিন্দি থেকে বাংলা, গায়কের গানের সুরে মাত তাঁর অনুরাগীরা।
অরিজিতকে এখ ঝলক দেখতে, সামনা সামনি তাঁর গান শুনতে কিংবা একটা অটোগ্রাফ পেতে পাগল থাকে সকলে। গায়কের যে কোনও লাইভ শো-তে চড়া দামে টিকিট কাটতেও পিছু পা হন না সকলে। সম্প্রতি এমনি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে তাতে অরিজিতকে এক অনুরাগীর দিকে মাইক ছুঁড়তে দেখে হতবাক অনেকেই।
দেখা গেল লাল শার্ট পরে আছেন অরিজিৎ। সঙ্গে ডেনিম প্যান্ট। গলায় ঝোলানো গিটার। বলতে শোনা যায়, ‘তুমি নিশ্চিত?’ এরপরই ছুঁড়ে দেন হাতে থাকা মাইক। আর তা লুফে নেয় দর্শকের মাঝে থাকা কালো জ্যাকেট পরা একটি ছেলে। আর সকলে মিলে গাইতে শুরু করে মার্ডার ২-এর গান ‘দিল সামহাল যা জারা’।
দেখুন সেই ভিডিয়ো-
২০২৩ সালে একাধিক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। সেই তালিকায় আছে লেকে প্রভু কা নাম, ফির অউর কেয়া চাহিয়ে, ঝুমকা, ঝুমে যো পাঠান-এর মতো গান। বাংলাতেও দিয়েছেন কিছু হিট। যেই তালিকায় নাম আসে মন রে কৃষিকাজ জানে না, বাউন্ডুলে ঘুড়ি-র মতো গানের।
২০২৪ সাল শুরু করেছেন রাজস্থানে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে। কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই মরুরাজ্যে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বর্তমনের বলিউডের নম্বর ১ গায়ককে। এমনকী, জিয়াগঞ্জে যেভাবে স্কুটার চালান, তেমন চালিয়েছেন রাজস্থানেও। দুই ছেলে আর বউয়ের সঙ্গে তুলেছেন সেলফিও।
খুব সাধাসিধে জীবন কাটাতে অভ্যস্ত অরিজিৎ বরাবরই গোপনে রাখেন ব্যক্তিগত জীবনকে। এমনকী, গায়কের পরিবারও ভালোবাসে লাইমলাইট থেকে দূরে থাকতে। কোয়েলকে বিয়ের আগেও গাঁটছড়া বেঁধেছিলেন অরিজিৎ। যদিও প্রথম স্ত্রীর পরিচয় জানেন না কেউই। মাঝে রটেছিল অরিজিতের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল ফেম গুরুকুল বিজেতা রূপরেখারই।
রূপরেখা বন্দ্যোপাধ্যায় যদিও এসব গুজব উড়িয়েছিলেন প্রকাশ্যে। লাইভে এসে জানিয়েছিলেন, তিনি অরিজিৎ-এর প্রথম পক্ষের স্ত্রী নন। ২০১০ সাল থেকে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ তাঁর স্বামীর সঙ্গে তাঁর বিবাহিত জীবনও খুব সুখের। তাঁদের একটি মেয়েও আছে। অরিজিতের গানের খুব বড় ভক্তও তিনি। তাই এসব কথা বলার কোনও মানেই হয় না।