নেটপাড়া জুড়ে তাঁদের প্রেমের চর্চা, কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব-সুস্মিতা। দু-সপ্তাহের টিআরপি রেটিং অনুযায়ী বর্তমানে বাংলা টেলিভিশনের এক নম্বর মেগা ‘কথা’। আর এই ধারাবাহিকের মতোই তাঁদের অফস্ক্রিনের রসায়নও এখন চর্চায়। তবে এর মাঝেই পর্দার ‘গোবরদেবী’ সুস্মিতাকে সাহেব কানের দুল পরিয়ে আবার তাঁদের প্রেমের জল্পনা উস্কে দিয়েছেন।
সাহেবের থেকে বয়সে অনেকটাই ছোট সুস্মিতা। তাই শ্যুটিং ফ্লোরে সারাক্ষণ নায়িকাকে সামলে রাখেন সাহেব। তাছাড়াও নানা ইভেন্টে তাঁদের একসঙ্গে নজর কাড়তে দেখা যায়। তাঁদের এই ঘনিষ্ঠতা দেখে অনেক অনুরাগী মনে করেন সাহেব-সুস্মিতা বোধ হয় বাস্তবেও একে অপরের প্রেমে পড়েছেন। তবে সেই বিষয়ে অবশ্য তাঁরা কেউই মুখ খোলেননি।
আরও পড়ুন: 'ডেসপ্যাচ'-এ ক্যামেরার সামনে নগ্ন, উদ্দাম যৌনতা! ‘আমার স্ত্রী যদি এটা করত…’, মুখ খুললেন মনোজ
কিন্তু সম্প্রতি তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে সুস্মিতার কানে দুল পরিয়ে দিচ্ছেন সাহেব। একটি ফ্যান পেজ তাঁদের এই ভিডিয়ো প্রকাশ করেছেন। ভিডিয়োটা একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামের। সেখানেই সাংবাদিকদের সামনে 'কথা'কে দুল পরিয়ে দেন পর্দার ‘পাচকমশাই’। ভিডিয়োয় শেলফ কাজ করা সাদা রঙের শাড়িতে দেখা গিয়েছিল সুস্মিতাকে, সাহেবের পরনে ছিল একটি হালকা ব্রাউন রঙের ব্লেজার, সঙ্গে ম্যাচিং করে পরেছিলেন কালো শার্ট।
আরও পড়ুন: 'মোদীজি আমার গান বন্ধ করতে চেয়েছিলেন'! হঠাৎই বিস্ফোরক দাবি একসময় BJP করা বাবুলের
ভিডিয়োর শুরুতে সাহেব কানের হাতে সুস্মিতাকে বলে ওঠেন, ‘চুলটা ধর একটু।’ তারপর নায়িকাকে কানের দুল পরাতে শুরু করেন অভিনেতা। নায়কের কাণ্ডে হাসতে শুরু করেন সুস্মিতা। কিন্তু প্রথম চান্সে কানের পরাতে ব্যর্থ হলে, রসিকতা করে নায়িকা বলে ওঠেন 'পারবে না(কানের পরাতে পারবেন না সাহেব)।' নায়িকার কথা শুনে সাহেব বলে ওঠেন ‘পারব না?’ তার পর আবার সুস্মিতাকে কানের চুল সরাতে বলেন অভিনেতা। এরপর ক্যামেরার পিছন থেকে অনেকে বলে ওঠেন বড় চ্যালেঞ্জ। তাঁদের এই কথা শুনেই অভিনেতা দেবের 'চ্যালেঞ্জ নিবি না…' গানটি গেয়ে ওঠেন। শেষ পর্যন্ত নায়িকার কানে দুলও পরিয়ে দেন।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। 'কথা-এভি' -এর অনুরাগীরা নানা কমেন্টে মন্তব্য বিভাগ ভরিয়ে দেন। একজন লেখেন, ‘এত কিছুর পরও বলবে, ওঁরা প্রেম করে না।’ আর একজন লেখেন, ‘আবার বলে আমরা নাকি তাঁদের নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করি।’ অন্য এক অনুরাগী লেখেন, ‘ওমা সাহেবদা তো ভালোই কানের দুল পরাতে পারে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'কথা' পরিবার আয়োজন করেছিল বনভোজনের। পিকনিকে সাহেব-সুস্মিতা গোটা টিমের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেও ‘কাপল’ ছবি পোস্ট করেননি। সেই অপেক্ষা পূরণ হয় কথার এক বছর পূর্তির দিন। দুজনের মিষ্টি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, ‘সূর্য ঊর্ধ্বমূখী, মধ্যগগন বহুদূর। সবে একবছর, পথচলা বাকি অনেকদূর। এভাবেই ভালোবাসবেন আমাদের সবসময় …’।