২০২৫ সালেই বাবা মা হয়েছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। হিসেব মতো অগ্নিদেব অর্থাৎ ডুগ্গুর এটি প্রথম জন্মাষ্টমী। ছেলের অন্নপ্রাশনে একেবারে কৃষ্ণ সাজে তাকে সাজিয়েছিলেন রূপসা। অন্নপ্রাশনেরই বিভিন্ন ছবি পোস্ট করে সায়নদীপ লেখেন নিজের মনের কথা।
সায়নদীপ লেখেন, ‘এই বছর জন্মাষ্টমী ভীষণ বিশেষ কারণ আমি নিজেকে সম্পূর্ণ রূপে কৃষ্ণের আদর্শে নিমজ্জিত করেছি। আমি চাই এই ছোট্ট কৃষ্ণের মাধ্যমে ঈশ্বর আমাকে অনুপ্রেরণা জাগানোর সুযোগ দেবেন। আসুন আমরা শুধুমাত্র জন্মাষ্টমী উদযাপন না করে এই বিশ্বাসগুলো উদযাপন করি। আমাদের মধ্যে বিশ্বাস জাগানোর চেষ্টা করি যাতে আমরা একটি উন্নত মানুষ হতে পারি। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।’
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
সায়নদীপ যে ছবিগুলি পোস্ট করেছেন সেগুলি অন্নপ্রাশনের হলেও সেখানেও অগ্নিদেবকে অবিকল কৃষ্ণের সাজে সাজিয়ে তোলা হয়েছিল। ছোট্ট অগ্নিদেবকে দেখে যেন চোখ ভরে যায়। লাল পোশাকে সেজেছিলেন অগ্নিদেবের বাবা মা।
এই মুহূর্তে স্বামী এবং সন্তানকে নিয়ে পাহাড়ে সময় কাটাচ্ছেন রূপসা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করেছেন তিনি। কখনও ছেলেকে ঘোড়ার পিঠে উঠে মজা করতে দেখা যায় কখনও আবার মায়ের কোলে চেপে দূরে পাহাড় দেখতে দেখা যায় অগ্নিদেবকে।
ছেলেকে কখনও আবার বাবা মায়ের কাছে রেখে স্বামীর সঙ্গে চুটিয়ে রোমান্স করতে দেখা যায় রূপসাকে। ছবিগুলি দেখে বোঝাই যায়, টানা তিন দিনের ছুটিতে ঝটিকা সফরে সপরিবারে পাহাড়ের কোলে ঘুরতে গিয়েছেন রূপসা ও সায়নদীপ।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে সামাজিক বিয়ে করেন রূপসা আর সায়নদীপ। এরপর ৩ মাসের মধ্যেই কোলে আসে দম্পতির প্রথম সন্তান। যা নিয়ে কম ট্রোল সহ্য করতে হয়নি দম্পতিকে। যদিও আইনি বিয়ে ২০২৪ সালের অক্টোবরে হলেও, সামাজিক বিয়ে করেছিলেন ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
ছেলের জন্মের পরেই ২ বছরের বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। রূপসা নায়িকা হলেও সায়নদীপ রয়েছেন আইটিতে। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দু'জনের আলাপ। তারপর বন্ধুত্ব ও ভালোবাসা। নিজেদের জীবনের সব খুঁটিনাটি সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরেন এই তারকা দম্পতি।