চলতি বছরেই মা-বাবা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। কিছু দিন আগেই ধুমধাম করে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান সেরেছেন। তবে মা হওয়ার কয়েক মাস পর থেকেই অভিনয়ের কাজও করছেন নায়িকা। যদিও বাড়িতে থাকলে বেশির ভাগ সময়টাই ছেলেকেই দেন অভিনেত্রী। তাছাড়াও নিজের প্রতিদিনের নানা খুঁটিনাটি সব কিছুই ভ্লগ আকারে ভাগ করে নেন সমাজ মাধ্যমের পাতায়। এই সব ছাড়াও নানা ছবি পোস্ট তো রয়েইছে। এবার নায়িকা তাঁর ছেলের জন্মের ছ'মাস উদযাপনের ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: 'প্রথম ভালোবাসার অনুভূতিটা কখনও ভোলা যায় না…', হঠাৎ কেন এমন লিখলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী?
আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
রূপসা শনিবার রাতে ছেলের জন্মের ছ'মাস পূর্তি উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানেই গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের রাত পোশাকে ধরা দেন নায়িকা। অন্যদিকে, সায়নদীপের পরনে ছিল একটি টি-শার্ট। খুদে অগ্নিদেবও ঘরের পোশাকেই নজর কেড়েছিল। মধ্যরাতে একরত্তিকে সঙ্গে নিয়ে একটি কেক সহ বেশ কয়েকটি ছবি পোস্ট করেন রূপসা। একটি ছবিতে তাঁকে ও তাঁর স্বামীকে ছেলের গালে চুমু খেতে দেখা যায়। আবার একটি ছবিতে কেকের সঙ্গে একগুচ্ছ চকোলেট সাজিয়ে দিয়েছিলেন তাঁরা ছেলেকে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘হ্যাপি সিক্স মান্থ ডুগ্গু।’
আরও পড়ুন: পোশাক নিয়ে খুঁতখুঁতে ছেলে কবীর, চিন্তায় কোয়েল! মেয়ের সঙ্গে প্রথম পুজোয় কী প্ল্যান নায়িকার?
আরও পড়ুন: কনের সাজে নন্দিনী-সাইনা! 'লাপাতা লেডিজ'-এর আদলে আসছে জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'?
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে সামাজিক বিয়ে করেন রূপসা আর সায়নদীপ। এরপর ৩ মাসের মধ্যেই কোলে আসে দম্পতির প্রথম সন্তান। যা নিয়ে কম ট্রোল সহ্য করতে হয়নি দম্পতিকে। যদিও আইনি বিয়ে ২০২৪ সালের অক্টোবরে হলেও, সামাজিক বিয়ে করেছিলেন ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি। ছেলের জন্মের পরপরই ২ বছরের বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। রূপসা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলেও, সায়নদীপ রয়েছেন আইটিতে। যদিও নেটপাড়ার প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রীর বর মাসখানেকের মধ্যেই। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দু'জনের আলাপ। তারপর সেই আলাপই গড়ায় বন্ধুত্ব ও ভালোবাসায়। ৩০-এর কোটা টপকানোর আগেই মা-বাবা হয়েছেন দুজন।