‘লাজে রাঙা হল কনে বউ গো….’। কিন্তু কনে বউটি কে? ইনি আর কেউ নন ‘অনুরাগের ছোঁয়া’র ‘লাবণ্য’। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ১৯ এপ্রিল, শুক্রবার, রাতুলের কনে বউ হয়েই ধরা দিলেন রূপাঞ্জনা। পরিণয় বন্ধ হল তাঁদের দীর্ঘদিনের প্রেম। রীতি মেনে, মন্ত্রচ্চারণ মালাবদল, শুভদৃষ্টি, সাতপাক, সিঁদুর দান সবই হল।
এদিনে রাতুলের দেওয়া সিঁদুরে সিঁথি ভরে ওঠে রূপাঞ্জনার। নীল লজ্জা বস্ত্রে ঢাকে নববধূর মুখ। ঠিক তখনই শোনা যায় শঙ্খধ্বনি ও উলুধ্বনি। রূপাঞ্জনার সিঁদুরদানের মুহূর্ত লেন্সবন্দি হয়েছে ক্যামেরায়। দেখুন সেই মুহূর্ত।
১৯ এপ্রিল, শুক্রবার গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়েন রাতুল-রূপাঞ্জনা। বিয়ের সাজে একে অপরের গলায় মালা পরালেন রাতুল-রূপাঞ্জনা। হ্যাঁ, তাঁদের মালাবদল সম্পন্ন হয়েছে। তারপর ছেলে রিয়ানকে সামনে রেখে সাতপাক, শুভদৃষ্টি, সিঁদুর দান সবই সম্পন্ন হয়।
আরও পড়ুন-উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাবদল, শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার