
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরই বক্স অফিসে আসছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। আর সেই বিনোদিনীর জীবনে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের। আর এদিন প্রকাশ্যে এল এই ছবিটির নতুন পোস্টার। সেখানেই দেখা গেল ছবিতে এই চরিত্রের লুক কেমন হবে, কাকে সেই চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
আরও পড়ুন: গার্ল গ্যাংয়ের সঙ্গে ভরপুর খানা-'পিনা'য় বর্ষবরণ রচনার! উত্তাল নাচ হুগলির সাংসদের
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। এদিন তাঁর লুক নতুন পোস্টারে প্রকাশ্যে এনে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, 'আজ থেকেই প্রায় 139 বছর আগে, 1886 সালের ইংরেজির বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পূর্ণ তিথি ৃকে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণদেবের পোস্টার। রামকৃষ্ণ চরিত্রে অভিনেতা চন্দন রায় সান্যালের ফার্স্ট লুক শেয়ার করা হল।'
প্রসঙ্গত পোস্টারে দেখা যাচ্ছে তিনি ধুতি পরে বসে আছেন। অবিকল রামকৃষ্ণদেবের শরীরী ভঙ্গিকে নকল করে। চুল কাচা পাকা, দাড়িও তাই।
এদিন চন্দন রায় সান্যালের রামকৃষ্ণদেব হিসেবে লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'ফ্রেম বাই ফ্রেম মিলে গেল। কী দুর্দান্ত কাস্টিং হয়েছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অনবদ্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা কে রামকৃষ্ণ দেব নাকি চন্দন রায় সান্যাল? চেনাই দায়!'
আরও পড়ুন: বক্স অফিসে ১০ কোটির গণ্ডি পার, পরিচালককে পাশে নিয়ে অবশেষে বড় পর্দায় ‘খাদান’-দর্শন দেবের!
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। নাম ভূমিকায় থাকবেন রুক্মিণী মৈত্র
6.88% Weekly Cashback on 2025 IPL Sports