সম্প্রতি শঙ্খ বাজিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর শঙ্খ বাজানোর কায়দা দেখে হেসে খুন হয়েছেন সকলেই। ট্রোল্ড হতেই সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিয়ো মুছে ফেলেছেন অভিনেত্রী। এবার গোটা বিষয়ে সাফাই দিয়ে কী বললেন তিনি?
আরও পড়ুন: 'ধর্ষণকে উনি এভাবেই দেখেন?' আরজি কর কাণ্ড 'স্ট্রে ইনসিডেন্ট'! সৌরভকে কটাক্ষ ঋত্বিক - সুজয়ের
কী জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত?
ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে লেখেন, 'কলকাতার বুকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা বিশ্বজুড়ে সবার উপর প্রভাব ফেলেছে, তাই সেই সময় শঙ্খ বানানো নিয়ে এত নাটক কাম্য নয়। এই ভয়ঙ্কর ঘটনা আমাদের সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে, সে আপনার হোক বা আমার। আমারও মেয়ে আছে বাড়িতে। তাই মেকাপ ছাড়া কাঁদতে কাঁদতে আমার শঙ্খ বাজানো দেখে যাঁদের সেটা নাটক বলে মনে হয়েছে তাঁদের জানাই আমি এভাবেই ওই লুম্পেনগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলাম।'
তিনি আরও লেখেন, 'শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েই যুদ্ধ ঘোষণা করতেন। আবার শেষের ঘোষণাও। আমি পেশাদার শঙ্খ বাদক নই। খুব ঠিক ভাবে শঙ্খ বাজাতে পারি যে সেটাও নয়। কিন্তু আমি খালি কথা বলে নয়, কাজে প্রতিবাদ করতে চেয়েছিলাম। আমার কলকাতা আপনাদের সবাইকে দিয়ে তৈরি। আমি এখানে আছি আপনাদের জন্যই। এই বিচার পাওয়ার যুদ্ধের সময় অন্য কোনও মহিলাকে অপমান করবেন না। আমরা সবাই মহিলা হিসেবে এই লড়াইয়ে আছি।'
পরিশেষে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, 'আমরা অভয়ার পাশে থেকে ওঁর অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি দেব। আমি যেহেতু দেশে নেই তাই পথে নামতে পারছি না। কিন্তু আমি বিচার চাই।'
আরও পড়ুন: স্টার জলসা সত্যিই আসছে নতুন মেগা? 'জগদ্ধাত্রী' শেষ করে কীসের 'আহ্বান' জানাবেন 'জ্যাস' অঙ্কিতা?
আরও পড়ুন: 'এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব’ অরিজিতের এই দাবি কি ভুয়ো? সত্যিটা কী