
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খবরটা আগেই পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে সরিয়ে ফেরানো হচ্ছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটিকে। এবার সেই খবরেই সিলমোহর দিল চ্যানেল কর্তৃপক্ষ। জি বাংলায় আবারও একটি নতুন ধারাবাহিক আসছে। নাম আনন্দী। আর সেটারই প্রথম ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।
আরও পড়ুন: নির্বাচিত এমপিরা সবাই মমতার পুতুল! নতুন পোস্টে বিস্ফোরক দাবি ঋত্বিকের, লিখলেন, 'কাল একটা মিছিলে...'
আরও পড়ুন: 'আমরা উৎসব, উদযাপনের মুডে নেই...' কাবেরী অন্তর্ধানের জন্য জাতীয় পুরস্কার পেয়েও মন খারাপ কৌশিকের!
এই নতুন মেগার ঝলকে দেখা যাচ্ছে ঋত্বিক পেশায় একজন ডাক্তার। কিন্তু তিনি কোনও ভাবেই তাঁর ঠাম্মিকে একটি জরুরি ইনজেকশন দিতে পারছেন না। এদিকে এই ইনজেকশন দেওয়া জরুরি তাঁকে সুস্থ করার জন্য। তাই ঋত্বিক ঠিক করে সে নিজে না পারলেও এই কাজের জন্য নার্স রাখবে যে তাঁকে দেখাশোনা করবে। ওদিকে ঠাম্মি বলে তাঁর নার্স চাই না। চাই নাতবৌ তাতেই নাকি তিনি ভালো হয়ে যাবেন।
এমন সময় দেখা যায় একটি নার্সিং স্কুলে কেউ এই বাড়িতে কাজ করতে যেতে চায় না। তবে আনন্দী ঘোষ অর্থাৎ অন্বেষা রাজি হয়। জানায় তাঁর এই টাকাটা জরুরি। এবং সেই বাড়িতে গিয়ে কাজটা সত্যিই খেলার ছলে করেও ফেলে। আর তাতেই মুগ্ধ হয় ঋত্বিক। যদিও অন্বেষা যখন জানায় যে সে ভালোবেসে সব কাজ করে, তখন ঋত্বিক জানায় যে ভালোবেসে সব হয় না। উত্তরে নায়িকা জানায় ভালো থাকা যায় অনন্ত।
এবার এটাই দেখার পালা যে কীভাবে তাঁদের জীবনের মোড় ঘুরে যায়। কাছাকাছি এসে তাঁরা। এখনও এই ধারাবাহিক কবে থেকে আর কখন দেখা যাবে জানা যায়নি। সদ্যই জিতে দুটো নতুন মেগা এসেছে। কাজল নদীর জলে, অমর সঙ্গী। সেই দুটো মেগা দুপুরে দেখা যায়। এটাও কি দুপুরে আসবে না বিকেলের স্লট পাবে সেটা সময় বলবে।
আরও পড়ুন: 'ঢিলে জামা পরে, মাথায় তেল দিয়ে বিনুনি করিনি তাই...' ইভটিজিংয়ের শিকার হওয়ার পরও দোষ হয়েছিল সেলিনার!
প্রসঙ্গত এই পথে যদি না শেষ হয় ধারাবাহিকে প্রথম নজর কাড়ে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি। হিট হয় ভীষণ। সেটাও জি বাংলার শো ছিল। মাঝে অন্বেষাকে স্টারের সন্ধ্যাতারা ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে দেখা যায়। অন্যদিকে জির মন দিতে চাইতে অরুণিমার সঙ্গে জুটি বাঁধেন ঋত্বিক। এবার আবার তাঁরা একসঙ্গে আসছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports