২০২০-র ১৪ জুন, সেই অভিশপ্ত দিন। যেদিন আচমকাই মিলেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। সেই ঘটনার পর থেকে বহু লোকজনের তোপের মুখে পড়েন রিয়া চক্রবর্তী। এমনকি সুশান্তের মৃত্যুর পরপরই উঠে আসা মাদক মামলায় নাম জড়িয়েছিল রিয়ার। যেকারণ জেলও খাটেন অভিনেত্রী। সেসময় ঠিক কেমন মানসিক অবস্থা হয়েছিল তাঁর? সেবিষয়ে পডকাস্ট চ্যাপ্টার-২তে আমির খানের সামনে মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী।
সুশান্তের মৃত্যুর পর রিয়াকে যেভাবে মানসিক সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছেন, তাকে কুর্নিশ জানান আমির খান। আমির বলেন, ‘তোমার সঙ্গে যা হয়েছে, এটাকে আমি ট্র্যাজেডি বলব। এর পরে আপনার জীবন যেভাবে পরিবর্তিত হয়েছে এবং আপনি যেভাবে ধৈর্য দেখিয়েছেন, নিজের উপর বিশ্বাস রেখেছেন, সেটা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। একজন ব্যক্তির মনোবল ভেঙ্গে যায় ও চূর্ণ হয়। তবে আপনি আপনার জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন।’
সুশান্তের মৃত্যুর পর জীবনে নেমে আসা কঠিন পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, সেবিষয়ে রিয়া বলেন, ‘আমি মনে করি সেনাবাহিনীর লালন-পালনও একটা পার্থক্য তৈরি করে। কারণ আপনি জানেন জীবন কঠিন। আপনি ছোটবেলা থেকেই দেখেছেন যে বাবা কাজে যাচ্ছে তবে তিনি ফিরে নাও আসতে পারেন। আপনাকে যুদ্ধ করতে শেখানো হয় এবং কখনও হাল ছাড়বেন না। সবসময় আশাবাদী থাকার বিষয়ে শেখানো হয়। এটা শুধু আমার DNA-তে রয়েছে যে কেউ সহজে হারাতে পারবে না।’ আমির খান তখন বলেন ‘আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন এবং আপনার গর্ব হওয়া উচিত।’
রিয়া তখন বলেন, ‘অধ্যায়-২ শুরু করতে আমার অনেকটা সময় লেগেছে কারণ আমি ধীরে ধীরে নিজেকে সারিয়ে তুলেছি। ব্যথা, উদ্বেগ, অবসাদ সবকিছু আমায় ঘিরে ছিল। তবে এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে শোক। হয়ত আপনি কারোর সঙ্গে কথা বলছেন, ঠিক তখনই দুঃখ আপনাকে আচ্ছন্ন করে তুলল। তবে আজ আমি নতুন করে শক্তি পেয়েছি। এখন আবারও সকলের সঙ্গে দেখা করতে ভালো লাগে। আমার কৌতূহল জেগে উঠেছে। এতদিন জানার আগ্রহ ছিল না। বিষণ্নতা মনকে ঘিরে ফেলেছিল। সেটা কাটিয়ে আবারও সূর্য উঠছে। আমি নতুন কিছু করতে চাই।’