বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor-Ramayan: মদ-মাংস ছোঁবেন না! রাম হতে বড় ত্যাগ রণবীরের, কবে থেকে শ্যুট শুরু রামায়ণের?
পরবর্তী খবর
Ranbir Kapoor-Ramayan: মদ-মাংস ছোঁবেন না! রাম হতে বড় ত্যাগ রণবীরের, কবে থেকে শ্যুট শুরু রামায়ণের?
1 মিনিটে পড়ুন Updated: 10 Oct 2023, 10:24 AM ISTTulika Samadder
রামায়ণে থাকছেন রণবীর কাপুর শোনার পর থেকেই উৎসাহে টগবগিয়ে ফুটছে তাঁর ভক্তরা। রামের মতো আদর্শবান হতে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। পান করবে না মদ, খাবেন না মাংস।
Ad
রাম হতে মদ-মাংস ত্যাগ রণবীর কাপুরের।
খুব জলদিই নীতিশ তিওয়ারির রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, 'রামের মতো খাঁটি' হতে নাকি মদ আর মাংস খাওয়া ছেড়ে দেবেন অভিনেতা। শুধু তাই নয়, খবর রয়েছে ছবির গোটা কাস্টকেই নাকি 'একটি স্ব-সংযমিত জীবনধারার শিক্ষা দেওয়া হচ্ছে'।
প্রথমে শোনা গিয়েছিল, রামায়ণে রাম হবেন রণবীর কাপুর আর সীতা হবেন আলিয়া। যদিও পরে সীতার চরিত্রে নাম আসছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর। আর রাবনের চরিত্রে কেজিএফ তারকা যশ অভিনয় করছেন বলেও দাবি করা হচ্ছে।
একটি সূত্র KoiMoi-কে জানিয়েছে, রণবীর পাবলিক ইমেজের জন্য মদ এবং মাংস এড়িয়ে যাচ্ছেন না বরং ভগবান রামের ভূমিকার প্রতি সুবিচার করছেন। ‘শুটিং চলাকালীন রণবীর মদ্যপান এবং মাংস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। এই জিনিসগুলি তিনি শুধুমাত্র ইমেজের জন্য করছেন না, বরং শ্রী রামের মতো শুদ্ধ এবং পরিচ্ছন্ন বোধ করতে চান অন্তর থেকে, তাই এই সিদ্ধান্ত। যাই হোক না কেন, রণবীর মধ্যরাতের পার্টিতে থাকবেন না অন্তত কয়েকটা মাস।’, জানিয়েছে সেই সূত্র।