২০২৩ সালে তিন-তিনটে ব্লকবাস্টার উপহার দিয়ে কামব্যাক করেছিলেন শাহরুখ খান, দীর্ঘ চার বছরের বিরতির পর। ২০২৫-এ এসে ফের একবার ভক্তদের পাগল করতে প্রস্তুত কিং খান। এক তো সাসপেন্স থ্রিলার কিং-এর কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা। সঙ্গে ছেলে আরিয়ানের ডেবিউ সিরিজেও দেখা যাবে তাঁকে। তবে এসবের মাঝেই একটা খবরে ভ্রু কুঁচকাল বাদশার ভক্তদের। খবর, তৈরি হতে চলেছে ম্যায় হু না! এবার প্রশ্ন তাতে কি আদৌ জায়গা পাবেন শাহরুখ খান?
২০০৪ সালে, শাহরুখ খান প্রথমবারের মতো অ্যাকশন-প্যাকড ছবি ‘ম্যায় হু না’ তে ফারাহ খানের পরিচলনায় কজ করেছিলেন। ছবিটির বানিজ্যিক সাফল্য ছিল আকাশ-ছোঁয়া। এরপর পরপর ফারহার সঙ্গে কাজ করেন শাহরুখ খান। আসে ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার।
এখন শোনা যাচ্ছে, বহু বছর পর ফারহা খান ফিরতে চলেছেন পরিচালনায়। আর তাঁর কমব্যাক প্রোজেক্ট হবে ‘ম্যায় হু না ২’। এখন প্রশ্ন হল, তাতে শাহরুখ খান থাকবে তো? শাহরুখ খান এবং গৌরী খানের ব্যানার, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি ছিল ম্যায় হু না! আর শাহরুখের চার্মিং রোম্যান্টিক মেজাজ, অ্যাকশন সব করে তুলেছিল ছবিকে সুপারহিট।
আরও পড়ুন: বিয়েতে লাল টুকটুকে বউ, এবার কি সাহেবের সঙ্গে সমুদ্রে হানিমুন! ছবি দিলেন ‘কথা’ সুস্মিতা
আপাতত পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ম্যায় হু না ২ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বক্স অফিসে দেশপ্রেমই বাঁচাল অক্ষয়কে, বুধেও টিকে স্কাই ফোর্স! শাহিদের দেবা-র আয় বেশি না কম
এদিকে কদিন আগে ফারহা শাহরুখের সঙ্গে ফের কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন। অর্চনা পূরণ সিং-এর সঙ্গে কথোপকথনের সময় ফারহা বলেন, ‘আমি তো চাই (কাজ করতে)। অনেকদিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি।’ এরপর ফারহা নিজের কথায় আরও যোগ করেন, ‘অনেকদিন নতুন কোনো উপহারও পাইনি’।
প্রসঙ্গত, একসঙ্গে যতবারকাজ করেছেন, শাহরুখ খানের থেকে একটি করে গাড়ি উপহার পেয়েছেন ফারহা। ২০১৪ সালে, হ্যাপি নিউ ইয়ারের পর, শাহরুখ ফারহাকে একটি মার্সিডিজ এসইউভি উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওমের পরেও একটি মার্সিডিজ এবং ম্যায় হুঁ না-এর পরে একটি হুন্ডাই টেরাকান উপহারে দিয়েছিলেন।