২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘রাউডি রাঠোর’ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। এর সিক্যুয়েল নিয়ে আলোচনা চললেও পরে খবর ছিল যে, অক্ষয় এই ছবির সিক্যুয়েলে কাজ করতে রাজি নন। কিন্তু এখন খবর হচ্ছে, তা নয়। অক্ষয়ের ছবির সিক্যুয়েল তৈরির প্রস্তুতি চলছে এবং ছবির স্ক্রিপ্টও ঠিক হয়ে গিয়েছে।
‘রাউডি রাঠোর’র সিক্যুয়েল নির্মাণের খবর জানিয়ে একটি সূত্র জানিয়েছে, ‘রাউডি রাঠোর’র প্রযোজকরা ছবির সিক্যুয়েলের স্ক্রিপ্ট চূড়ান্ত করে ফেলেছেন। তারা স্ক্রিপ্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং মনে করেন এটি একটি বড় ছবি হবে।
সূত্রের খবর, 'রাউডি রাঠোর ২' পরিচালনা করবেন পরিচালক প্রেম। ছবির প্রথম অংশ পরিচালনা করেছিলেন প্রভু দেবা। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। ছবিটি ২০১২ সালের ১ জুন মুক্তি পায়।
অ্যাকশন কমেডি-ড্রামা ছবি 'রাউডি রাঠোর'-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ছবিটি তেলুগু ছবি বিক্রমারকুডুর রিমেক ছিল। ২০০৬ সালে মুক্তি পায় বিক্রমারকুডু।