বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Brar:জিম করতে গিয়ে রণবীর ব্রারের শিরদাঁড়ায় একাধিক চিড়! স্বাস্থ্যের আপডেট দিয়ে লিখলেন, '২ সপ্তাহ ধরে আমি...'
পরবর্তী খবর
Ranveer Brar:জিম করতে গিয়ে রণবীর ব্রারের শিরদাঁড়ায় একাধিক চিড়! স্বাস্থ্যের আপডেট দিয়ে লিখলেন, '২ সপ্তাহ ধরে আমি...'
1 মিনিটে পড়ুন Updated: 21 Nov 2024, 06:30 PM ISTSubhasmita Kanji
Ranveer Brar: কিছুদিন আগেই গুরুতর আহত হন রণবীর ব্রার। শিরদাঁড়ায় চোট লাগে তাঁর। কিন্তু এখন কেমন আছেন তিনি? আর ঠিক হয়েছিলই বা কী তার জন্য?
জিম করতে গিয়ে রণবীর ব্রারের শিরদাঁড়ায় একাধিক চিড়
সম্প্রতি একটি খবর রটে যায় যে জনপ্রিয় তথা সেলিব্রিটি শেফ রণবীর ব্রার তাঁর শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়েছেন। আর সেই আঘাতের কারণেই তাঁকে আপাতত কিছুদিন কাজ থেকে বিরতি নিতে হবে। কিন্তু ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? এখন আছেনই না কেমন তিনি, নিজেই সেই আপডেট দিলেন রণবীর।
রণবীর ব্রার এদিন তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়ে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'আমি এখন অনেকটাই ভালো আছি। জিম করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। শিরদাঁড়ায় দুটো চিড় ধরেছে। ঘটনাটি ঘটেছে প্রায় ৩ সপ্তাহ আছে। কিন্তু খবরটা এখন এতদিন পর প্রকাশ্যে এসেছে। ফলে আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। আমি এত জিম পাগল যে, সেখানেই এই বিপদটা ঘটল। চিকিৎসকরা ছয় সপ্তাহ বেড রেস্টে থাকতে বলেছে। তারপর আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারব। আর মাত্র ৩ সপ্তাহ বাকি। আর ১২ সপ্তাহ সপ্তাহ পরই আমি আবার সমস্ত কাজ করব যেমনটা আগে করতাম।'
এদিন তিনি আরও জানান, 'প্রথম দুটো সপ্তাহ আমি একেবারেই শয্যাশায়ী ছিলাম। কিন্তু তারপর শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে চিকিৎসায়। এখন আমি কলার পরে ঘাড় ঘোরাতে পারছি। কিন্তু ৩ সপ্তাহের জন্য সব থেকে উধাও হয়ে যাওয়া আসলে ভালো। আমি তো দারুণ উপভোগ করলাম। করোনার পর আমি আবার এতদিন এক টানা বাড়ির সবার সঙ্গে কাটাতে পারছি।'
রণবীর ব্রারকে শেষবার বাকিংহাম মার্ডার্সে দেখা গিয়েছে। তবে তিনি জানিয়েছেন আপাতত তাঁর হাতে তেমন কাজ নেই যা তাঁর স্বাস্থ্যের এই অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হল। রণবীর জানিয়েছেন, ‘এভাবে এক টানা শুয়ে থাকার পর যখন উঠছি তখন বুঝতে পারিনি আমার ৫ কেজি ওজন বেড়ে গিয়েছে। তবে আমি যতটা পারছি হালকা খাবার খাচ্ছি। স্যালাড, স্যুপ এসব। আর কিছু ব্যায়াম দিয়েছে, কিছু মুভমেন্ট দিয়েছে ওগুলো করছি। সূর্যের আলোতে থাকার চেষ্টা করছি।’
রণবীর মূলত তাঁর পরিবারের থেকে দূরে দূরে সময় কাটিয়েছেন। তাই এতটা যত্ন পাওয়ায় তিনি অভ্যস্থ নজ। কারও উপর নির্ভরশীল ছিলেন না। কিন্তু এখন তাঁকে তাঁর পরিবারের মানুষগুলোর উপরই নির্ভর করতে হচ্ছে। তাঁদের যত্নে সুস্থ হচ্ছেন তিনি। যদিও প্রথম দিকে এটা তাঁর কাছে খুব ফ্রাস্ট্রেটিং ছিল বলেই জানিয়েছেন রণবীর ব্রার। তবে তিনি এখন মুখিয়ে আছেন আবার নিজের হাতে রান্না করার জন্য।