বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না রণজয় বিষ্ণুর। সদ্যই কিছুদিন আগে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোহিনী সরকার। আর তাঁদের বিয়ের পর থেকে বারংবার চর্চায় উঠে এসেছেন অভিনেত্রীর প্রাক্তন রণজয় বিষ্ণুর কথা। তাঁর অতীত সম্পর্কের কথা। তাঁরই এক প্রাক্তন তাঁর নামে একাধিক অভিযোগ করেছেন। চলেছে বিস্তর কাটাছেঁড়া। এবার সবটা নিয়ে কী বললেন গুড্ডি ধারাবাহিক খ্যাত অভিনেতা?
কী জানিয়েছেন রণজয়?
বারংবার সোহিনী সরকারের সঙ্গে তাঁর নাম ওঠায় বেজায় অস্বস্তিতে রয়েছেন বলেই জানিয়েছেন রণজয় বিষ্ণু। বিশেষ করে অভিনেত্রীর বিয়ের পর পর যেহেতু এই চর্চাগুলো চলছে। এই বিষয়ে রণজয় এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'একটা নতুন বিবাহিত দম্পতির সঙ্গে বারবার আমার নাম জুড়ে যে ট্রোল চলছে, যে অপমান করা হচ্ছে সেটা এবার বন্ধ হোক। ওদের মাঝে আমার নাম আসাটাই তো খারাপ। খুবই অস্বস্তিকর বিষয়টা। এই ট্রোলিং বন্ধ হওয়া দরকার। ওদের সঙ্গে অন্যায় হচ্ছে। আমি সত্যিই চাই ওরা ভালো থাকুক। এই ভালো চাওয়াতে কারও খারাপ লাগল কী আর বলব? সোহিনী শোভন দুজনেই খুব ভালো মানুষ ওরা বিয়ে করেছে। ভালো থাক।'
কিন্তু তাঁর নামে যে তাঁরই এক প্রাক্তন প্রেমিকাদের থেকে টাকা হাতানোর যে অভিযোগ তুলেছেন, প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করার কথা বলেছেন যে সেটা নিয়ে কী মত তাঁর? এই বিষয়ে রণজয় বিষ্ণু সাফ সাফ জবাব দেন 'আমার নামে কারও অভিযোগ থাকলে, অতীত নিয়ে কিছু বলতে চাইলে আদালতে গিয়ে প্রমাণ করুক। আমি সেখানেই পাল্টা জবাব দেব। ভিত্তিহীন কথা বললে হবে না। প্রমাণ দিতে হবে। আমার নামে যে কুরুচিপূর্ণ কথা রটানো হচ্ছে সেটা নিয়ে বলতে আমার রুচিতে বাঁধে।'
আরও পড়ুন: 'কাউকে দোষ দিচ্ছি না', শোভনের সঙ্গে বিয়ে সারা, সোহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
প্রসঙ্গত বর্তমানে রণজয় বিষ্ণু ছোট পর্দায় কাজ করছেন। তাঁকে জি বাংলার জনপ্রিয় মেগা কোন গোপনে মন ভেসেছে -তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। এখানে তাঁর বিপরীতে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। এছাড়া তাঁকে বিভিন্ন সিরিজ এবং ছবিতেও দেখা যাচ্ছে বর্তমানে। এছাড়াও বলিউডে পা রাখতে চলেছেন তিনি। মুলায়ম সিং যাদবের বায়োপিক আসছে। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। তিনি অজিত সিংয়ের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন।