প্রায় ১ দশক পর আবার বড় পর্দায় আসতে চলেছেন রঞ্জিত মল্লিক। দীর্ঘ বিরতির পর্দায় অভিনয় করতে দেখা যাবে কোয়েলকেও। দুই প্রজন্মের আলাদা দৃষ্টিভঙ্গির ছবি ফুটে উঠবে এই সিনেমায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির নাম।
সুরেন্দ্র সিং এবং নিসপাল সিং নিবেদিত এবং হরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবির নাম ‘স্বার্থপর’। ছবিতে অভিনয় করবেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কৌশিক সেন, ইন্দ্রজিৎ চক্রবর্তী।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ছবির পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে গান গাইতে শোনা যাবে ইমন চক্রবর্তীকে। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসবে ২৪ সেপ্টেম্বর। যদিও ইতিমধ্যেই সিনেমার একটি পোস্টার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা অনেক কিছু বলে দেয়।
ছবির পোস্টার প্রকাশে এনে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘তুমি যাকে স্বার্থপর বলো, আমি বলি আত্মসম্মান।’ এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে, দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। ছবির পোস্টারও সেই ইঙ্গিত করছে।
ছবির পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে একটি দেওয়াল যার দুই দিকে রয়েছে দুটি হাতের ছাপ। মাঝখানে চিড় ধরেছে কোনও অজ্ঞাত কারণে। এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে, পুজোর সামগ্রী, প্রদীপ এবং দুটি আসন। ব্যাস এইটুকুই যথেষ্ট বোঝার জন্য, ছবিতে ভিন্ন প্রজন্মের ভিন্ন মানুষদের জীবন দেখানো হবে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, এর আগে মেয়ের সঙ্গে জুটি বেঁধে, একাধিক ছবিতে কাজ করেছেন রঞ্জিত মল্লিক। মেয়ের প্রথম সিনেমা নাটের গুরু ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এছাড়া মানিক ছবিতেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বাবা মেয়ে জুটিকে। বহু বছর পর আবার সিনেমার পর্দায় আসতে চলেছেন এই অসামান্য জুটি।