গত ২৩ জুলাই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ ২’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। কিন্তু অল্পতে কি আর মন ভরে? তাই অফিসিয়াল টিজারের জন্য চলছিল দিন গোনা। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার প্রাক্কালে অর্থাৎ ১৪ জুলাই মুক্তি পেল এই ছবিটির অফিসিয়াল টিজার।
টিজার প্রসঙ্গে
টিজার শুরু হতেই দেখা যাচ্ছে মুখোমুখি বসে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা দ্বন্দ্বের সমাধান খুঁজতে ব্যস্ত দুই ব্যক্তিত্ব। সীমা বিশ্বাস যে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তা বলাই বাহুল্য। এরপরই নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যখনই ঠিক হয়, তখনই সন্ত্রাসী হামলার মুখে পড়তে হয় সকলকে।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
কিন্তু এই সন্ত্রাস আদৌ কি সন্ত্রাসবাদ? নাকি সন্ত্রাসীবাদীদের কাছে এটা একটা সংগ্রাম? এর পরেই শুনতে পাওয়া যায়, মুনির এখনও বেঁচে রয়েছে। এই মুনিরকে হত্যা করার জন্যই মাঠে নামেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী।
কিন্তু এখানেই তৈরি হয় আরও একটি রহস্য। অঙ্কুশ হাজরাকে মুনির সাজানো হয় কারণ মুনিরকে এখনও কেউ চোখে দেখেনি। তবে কি সত্যিই মুনির মারা গিয়েছে? নাকি অঙ্কুশের আড়াল থেকে আক্রমণ করবে মুনির?
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, নুসরত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কে। ছবির টিজার দেখে মোটামুটি স্পষ্ট, এই সিনেমার মাধ্যমে আবারও একটি অসাধারণ গল্প বলবেন পরিচালকরা।
‘রক্তবীজ’ ছবিতে মূলত তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এবারের গল্পে ফুটে উঠবে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। খুব স্বাভাবিকভাবেই তাই বেশিরভাগ দৃশ্যে দেখা যাবে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলার চাঁদড়া গ্রামের ঘোষবাড়ির বিভিন্ন অংশ।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে যা ভীষণভাবে হয়েছে জনপ্রিয়। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’।