একদিকে ‘দেশু’ জ্বরে কাঁপছে বাংলা। হলে রমরমিয়ে চলছে ধূমকেতু সিনেমা। দেব আর শুভশ্রীর জুটি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সকলে। তবে এসবের মাঝে কিন্তু শুভশ্রীকে দেখা গেল বর ও পরিবারের সঙ্গে সময় কাটাতে। রাজ একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ফেসবুকে। যেখানে দেখা গেল গোটা পরিবার মিলে ক্রিকেট খেলছেন তাঁরা।
ভিডিয়ো থেকেই স্পষ্ট রাজ আর শুভশ্রী আলাদা আলাদা টিমে। কখনো কতগুলো বল বাকি আছে, কখনো বা কত রান হয়েছে তা-ই নিয়েই চলছে বাকবিতণ্ডা। একেবারে টানটান উত্তেজনা। আর শেষে জিতে যায় রাজের দল। এদিকে, মানতে নারাজ শুভশ্রী। তাঁর অভিযোগ, চিটিং করেছে রাজের টিম। ঠিক যেমন আর পাঁচটা পারিবারিক ক্রিকেট ম্যাচে হয়ে থাকে।
ভিডিয়োটি শেয়ার করে রাজ লিখলেন, ‘পরিবারের সাথে আরও একবার 'লে ছক্কা'। আনন্দ, হুল্লোড় আর বিন্দাস পাড়া’। এখানে বলে রাখা ভালো, এই লে ছক্কা জনপ্রিয় একটি বাংলা সিনেমাও। যা পরিচালনা করেছিলেন রাজ। আর তাতে অভিনয় করেছিলেন দেব ও পায়েল সরকার।
দেখা গেল এই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই রাজ-শুভশ্রীর এই ক্রিকেট ম্যাচ দেখে রীতিমতো অভিভূত। একজন লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে এভাবে দেখে কী যে ভালো লাগছে। খুব উপভোগ করলাম ভিডিয়োটা’। আরেকজন লিখলেন, ‘সাব্বাশ! আমাদেরও পাড়ায় খেলি যখন এরকমই হয়।’ আবার দেখা গেল, কেউ কেউ রাজের উদ্দেশে ব্যারাকপুরের রাস্তা ঠিক করে দেওয়ার দাবি রাখলেন এই পোস্টেই। এক মহিলা লিখেছেন, ‘খুব ভালো রাজদা। কিন্তু এবার আমাদের ব্যারাকপুরের রাস্তার একটা ব্যবস্থা করো প্লিজ। বাচ্চা-বয়স্কদের খুব সমস্যা। বিশেষ করে ওল্ড ক্যালকাটা রোড, যেখানে আমার বাড়ি।’
বিগত কয়েকদিনে দেব-শুভশ্রীকে নিয়ে যত চর্চা হয়েছে, ততটাই মিমের মুখে পড়েছেন তাঁদের সঙ্গে রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী। তবে রাজ বা রুক্মিণী দুজনেই কিন্তু ধুমকেতুর সপক্ষে ক্রমাগত প্রচার চালিয়ে গিয়েছেন। এমনকী, সকলকে হলে গিয়ে দেব-শুভশ্রীর শেষ কাজ দেখার কথাও বলে চলেছেন।