দেখতে দেখতে কত্ত বড় হয়ে গেল ছোট্ট রাহা! সম্প্পতি একটা ভিডিয়ো এসেছে সামনে। যেখানে দেখা গেল যে, মা-কে ক্যামেরাবন্দি করছে রণবীর কাপুর-কন্যা! বুধবার, সেলফ ইমপ্রুভমেন্ট কোচ করণ সাহনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য মা-মেয়ের এই মিষ্টি মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন।
তিনি তাঁদের একটি ছবিও শেয়ার করেছেন, যা রাহা তুলেছে। একটি ছবিতে আলিয়াকে করণের সঙ্গে জিমের ভিতরে পোজ দিতে দেখা যাচ্ছে। আলিয়া একটি সাদা ওয়ার্কআউট পোশাক পরে আছেন- স্লিভলেস টপের সঙ্গে একটি টেনিস স্টাইলের স্কার্ট এবং সাদা স্নিকার্স। তার চুল পনিটেলে সুন্দরভাবে বাঁধা। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আছেন করণ একটি কালো চেকার্ড টি-শার্ট, ধূসর শর্টস, স্ট্রাইপড মোজা এবং কালো জুতো পরে। মিরর সেলফি ক্লিক করার জন্য তাঁরা ফোন ধরে আছেন। ব্যাকগ্রাউন্ডে জিমটি।
যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হল দ্বিতীয় ছবিটি, যা রাহা ক্লিক করেছে। ছবিতে আলিয়াকে ওয়ার্কআউট সেশনের মাঝখানে দেখা যাচ্ছে। তিনি একটি কালো জিম ম্যাটের উপর শুয়ে আছেন। আলিয়ার পিছনে করণকেও ওয়ার্ক আউট করতে দেখা যায়।
ছবিগুলি শেয়ার করে করণ লিখেছেন, ‘প্রথম ছবিতে @আলিয়া ভাট (মেডেল ইমোজি) দ্রুত ৪০ মিনিটের পুল সেশনের রেকর্ড ব্রেক করেছেন।রাহার ফোটোগ্রাফি দক্ষতা দেখতে সোয়াইপ ইন করুন।’
বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন, একজন শেয়ার করেছেন, ‘রাহার ফটোগ্রাফি দক্ষতা দুর্দান্ত (আগুনের ইমোজি)।’
আলিয়া এবং রণবীর কাপুর বেশ কয়েক বছর ডেটিংয়ের পরে ২০২২ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। ২০২৩ সালের বড়দিনে রণবীর এবং আলিয়া রাহার সঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিত হয়ে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসের শুরুতে আলিয়া তাঁর ইনস্টাগ্রাম থেকে রাহার সব ছবি সরিয়ে ফেলেন, যেখানে খুদের মুখ দেখা যাচ্ছিল।
কাজের প্রসঙ্গে, শিব রাওয়াইল পরিচালিত 'আলফা' সিনেমায় শীঘ্রই আলিয়াকে দেখতে পাবে ভক্তরা। যশরাজ ফিল্মসের প্রশংসিত স্পাই ইউনিভার্সে আলফা একটি উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে এবং ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমায় স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। বনশালির সঙ্গে এটি আলিয়ার দ্বিতীয় ছবি। এর আগে ২০২২ সালের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।