পরিণীতি চোপড়া এখন মিডিয়ার মুখোমুখি হওয়া মানেই বিয়ে নিয়ে প্রশ্ন। ১৩ মে দিল্লিতে অন্তরঙ্গ বন্ধু ও পরিবার নিয়ে বাগদান করেন পরিণীতি ও আপ নেতা-সাংসদ রাঘব চাড্ডা। মিডিয়ার সঙ্গে বেশ হাসি মুখেই কথা বলতে দেখা গেল অভিনেত্রীকে। এক সাংবাদিক বিয়েতে আমন্ত্রণ করার কথা বললে উত্তর করেন। একজন আবার প্রশ্ন করেন, বিবাহিত জীবন কেমন কাটছে? এতে কী প্রতিক্রিয়া দিলেন ইশকজাদে অভিনেত্রী!
ইনস্টাগ্রামে এত পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে পরিণীতিকে দেখা গেল লিফটের ভিতরে। একজন তাঁকে অভিনন্দন জানান। বিনিময়ে ধন্যবাদ বলেন অভিনেত্রী। এরপর এক পাপারাৎজি বলে ওঠেন, বিয়েতে কিন্তু নিমন্ত্রণ করতে হবে। তাতে হেসে মাথা নাড়ে। হাতের ইশারাও করে। এরপর আরেকজন তাঁকে প্রশ্ন করেন, ‘দাম্পত্য জীবন কেমন কাটছে?’ যাতে পরী জবাব দেন, ‘আরে, আমি এখনও বিয়ে করিনি।’
ইভেন্টের জন্য পরিণীতি একটি ফুল-হাতা কালো পোশাক পরেছিলেন। কানে ঝোলা দুল। ইনস্টায় শেয়ার হওয়া ভিডিয়োতে পরিণীতি-র লুকের প্রশংসা করে একজন ভক্ত মন্তব্য করলেন, ‘কী সুন্দর লাগছে ওকে দেখতে’! আরেকজনের মন্তব্য, ‘রূপ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।’ তৃতীয়জন লিখলেন, ‘রাঘব দেখলে পাগল হয়ে যাবে তো’।
১৩ মে রাঘবের নয়াদিল্লির কাপুরথালা বাড়িতে প্রিয়জনদের উপস্থিতিতে আংটি বদল করেন দুই তারকা। তারকা খচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতির জ্যেঠতুতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকরে-সহ বেশ কিছু হেভি ওয়েট নাম।
এই মাসের শুরুতে পরিণীতি এবং রাঘবকে লন্ডনের ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল ম্যাচে অংশ নিতে দেখা যায়। তাদের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসে। দুজনকে স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায়।
বাগদানের আগে প্রেম নিয়ে লাঞ্চ ও ডিনার ডেটে বেশ কয়েকবার দেখা গিয়েছিল পরিণীতি আর রাঘবকে। তবে এই নিয়ে মিডিয়ার সামনে একেবারে মুখ খোলেননি কেউই। সংবাদমাধ্যমের সামনে একবার রাঘবকে বলতে শোনা গিয়েছিল, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’ খবর রয়েছে প্রিয়াঙ্কা-নিকের পদাঙ্ক অনুসরণ করে তাঁরাও উদয়পুরেই বিয়েটা করবেন। ইতিমধ্যেই দেখে এসেছেন ভেন্যু। খুব সম্ভবত অক্টোবরেই হবে শুভ কাজ।
কাজের সূত্রে, ‘চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে এরপর। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি দুই জনপ্রিয় পঞ্জাবি গায়ক অমরজত কৌর এবং অমর সিং চামকিলাকে ঘিরে তৈরি। ছবি আসবে নেটফ্লিক্সে।