কিছুদিন আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমার শো পাওয়া নিয়ে প্রতিবাদে হয়েছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সেই সমস্যার সমাধান হওয়ার পরেই এবার নিজেদের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন পরিচালক প্রযোজক বা অভিনেতা-অভিনেত্রীরা।
আগামী দূর্গাপুজোয় বড় পর্দায় মুক্তি পাবে ৪টি বড় বড় ছবি। ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতে’। মূলত এই চারটি ছবির মধ্যে কোনটি কতগুলি শো পাবে তা নিয়েই তৈরি হয়েছে বিবাদ। অন্য ছবি তুলনায় ‘রঘু ডাকাত’ বেশি শো পাচ্ছে বলে অভিযোগ অন্য ছবির পরিচালক প্রযোজকদের।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
এই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুললেন ‘দেবী চৌধুরানী’ ছবির ‘ভবানী পাঠক’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টিভি ৯ কে দেওয়া একটি সাক্ষাৎকারে টলি অন্দরের বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাকে একটা সংসার দেখাও যেখানে ঝগড়া হয় না। সব সংসারে ঝগড়া হয়। ঝগড়া হবে আবার মিটে যাবে এটাই হয়।’
প্রসেনজিৎ বলেন, ‘প্রতি বার পুজোতেই এটা হয়। ঝগড়াঝাঁটি মান-অভিমান চলতেই থাকে। সবকিছু আবার ঠিক হয়ে যায়। আমি তো কোনও প্রযোজক নই। আমি শুধুই একজন অভিনেতা। আমাকে আমার প্রযোজক যা বলবেন আমাকে তাই করতে হবে। আমাকে যদি ঘোড়ায় চড়তে হয় তাই চড়বো, যদি নদীতে সাঁতার কাটতে হয়, যদি উড়তে হয় সবকিছুই আমি করব মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
সবশেষে অভিনেতা বলেন, ‘তবে বাংলা ছবি দুর্গাপুজোয় চলে। এটা প্রত্যেকবারেই হয়। চারটে ছবি, সবকটি চলবে। পুজোয় বাঙালিরা বাংলা ছবি দেখতেই পছন্দ করেন। কারও নম্বর বেশি আসবে কারও কম। তবে আমি এইটুকু বলতে পারি, যে শেষে থাকবে তার নম্বরে কম হবে না। সবাই কমবেশি ভালোই ব্যবসা করবে।’