বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul-Priyanka: রাহুলের সঙ্গে ফের পুরনো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘আমারও কিছু ভুল ছিল’
পরবর্তী খবর
Rahul-Priyanka: রাহুলের সঙ্গে ফের পুরনো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘আমারও কিছু ভুল ছিল’
1 মিনিটে পড়ুন Updated: 08 Nov 2023, 11:49 AM ISTRanita Goswami
‘অনেকেই বলছেন আমরা দীর্ঘ ৬ বছর পর পুজো কাটাচ্ছি। সেটা ঠিক নয়, কারণ এই কয়েক বছরেও আমরা পুজো কাটিয়েছি। তবে এখানে সহজের প্রসঙ্গ চলে আসে। আমরা একে অপরকে দোষারোপ করেছি। তবে আমি বুঝেছি আমারও কিছু ভুল ছিল, আর সেগুলি আর না করার চেষ্টা করছি। আর রাহুলও এখন অনেক পরিণত। তাই ওকে আরেকবার সুযোগ দিতে চাই।’
রাহুল-প্রিয়াঙ্কা সহজ
টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম প্রিয়াঙ্কা সরকার। একের পর এক ছবিতে কাজ করছেন, আবার ওয়েব সিরিজেও অভিনয় করছেন প্রিয়াঙ্কা। তবে হাজার ব্যস্ততার পরেও ছেলে সহজকে সময় দিতে কখনও বাকি রাখেন না অভিনেত্রী। অভিনয়, সিনেমার পাশাপাশি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন। কারণটা আর কিছুই নয় দীর্ঘ সমস্যা, বিচ্ছেদের পর আবারও প্রিয়াঙ্কার জীবনে ফিরেছেন রাহুল।
হ্যাঁ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কার ডিভোর্সটা হতে হতেও হয়নি। তাঁদের একমাত্র ছেলে সহজই সবকিছু সহজ করে দিয়েছে। সন্তানের মুখ চেয়েই কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। ফের এক ছাদের তলায় থাকছেন তাঁরা। সম্প্রতি এবিষয়েই আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। দীর্ঘ সময় পর আবারও পুরনো সংসারকেই নতুন করে গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা কথা বলেছেন সেবিষয়েই।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর বয়স যখন মাত্র ১৩, ঠিক তখন থেকেই তিনি রাহুলকে চেনেন। তবে তখন রাহুল, রাহুল ছিলেন না, ছিলেন অরুণোদয়। সেসময় অবশ্য রাহুল ছিলেন অন্য সম্পর্কে, আর প্রিয়াঙ্কারও ভালো লাগত অন্য কাউকে। নিজেদের ভালোলাগা ভাগ করে নিতে গিয়েই একসময় একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে এত বছরে তাঁরা বহু পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। এই সম্পর্কে সমস্যাও ছিল প্রচুর। বিয়ের পরও ছিল নানান অশান্তি। এরই মাঝে রাহুল-প্রিয়াঙ্কার জীবনে এসেছিল সহজ। তারপরও সম্পর্কটা 'সহজ' হয়নি। নানান অশান্তির পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দীর্ঘ ৬ বছর আলাদাও ছিলেন। তবে শেষপর্যন্ত ছেলে সহজই আবার বাবা-মাকে কাছাকাছি এনেছে। শেষপর্যন্ত সেই একসঙ্গেই থাকছেন রাহুল-প্রিয়াঙ্কা।