প্রিয়াঙ্কা-নিকের ঘরে এল নতুন অতিথি। বিবাহবার্ষিকীর আগেই নিককে বড়ো সারপ্রাইজ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। গত বছর ১লা ডিসেম্বর উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েছিলেন 'প্রি-নিক' জুটি। বিয়ের এক বছর পূর্তির ঠিক আগে রকস্টার বরকে কি উপহার দিলেন দেশি গার্ল?
মঙ্গলবার ইন্সটাগ্রামে সুখবর জানালেন জোনাস দম্পতি। নিক এদিন নিজের ইন্সটাগ্রামের দেওয়ালে একটি মিস্টি ভিডিও শেয়ার করেন। আর তার ক্যাপসনে লেখেন, ‘প্রিয়াঙ্কা বাড়িতে এল এই মিস্টি উপহার সঙ্গে নিয়ে। উপহারটি হল জিনো, আমি সকালে ঘুম থেকে উঠার পর থেকেই আমার মুখের চওড়া হাসি থামছে না’।
নিক,প্রিয়াঙ্কার নতুন পোষ্য জিনো আসলে একটি জার্মান শেপার্ড। জিনো নিককে কাছে পেয়েই নিজের মতো করে দেখায় মেতে ওঠে। নিক আধো-ঘুমে প্রথমটা কিছু বুঝে ওঠতে না পারলেও আদরের সঙ্গে কাছে টেনে নেয় এই সারমেয়কে।
জিনো জোনাস ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন। জিনোর জন্য ইন্সটাগ্রামে একটি প্রোফাইল খুলে ফেলেছেন নিক-প্রিয়াঙ্কা। জিনোকে সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, ড্যাডি(নিক)-র রকস্টার হিসাবে। ২০ ঘন্টারও কম সময়ে জিনোর ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।

জিনো প্রিয়াঙ্কার প্রথম পোষ্য নয়, ডায়না নামের আরও একটি সারমেয় রয়েছে অভিনেত্রীর। ডায়নাকে যে এখনও একইরকম ভালোবাসেন, জিনোর ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে সেকথা জানিয়েছেন পিগি চপস।
সম্প্রতি মুম্বইয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। মুম্বই থেকে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার সময়ই জিনোকে দত্তক নিয়েছেন দেশি গার্ল। এখন দেখার নিক জোনাস বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কী সারপ্রাইজ দেন! গত বছর জুলাইতে গ্রীসে আংটি বদল সারেন নিক,প্রিয়াঙ্কা। এরপর নায়িকার জন্মদিনে মুম্বইয়ে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সারেন নিক, প্রিয়াঙ্কা। গত বছর ডিসেম্বরে রাজস্থানের উদয়পুর প্যালেসে পাঞ্জাবি ও খ্রিস্টান রীতিতে বিয়ের পর্ব সারেন প্রি-নিক।