বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: লিফটের ভিতরে অতিরিক্ত খোলামেলা পোশাকে আবেদনময়ী, ক্যামেরায় ধরা পড়ে গেলেন প্রিয়াঙ্কা
পরবর্তী খবর
নাম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বহুবারই বহু অনুষ্ঠানে নিজের ফ্যাশান স্টেটমেন্ট নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। ইতালির ফ্যাশান হাউস বুলগারি-র জন্য হট পোশাকে আরও একবার নজর কাড়লেন পিগি চপস।
কী পরেছিলেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কাকে এদিন একটা কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে দেখা গেল। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটনাগরিকরা। পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা বুলগারি ব্র্যান্ডের হীরের নেকপিস পরে থাকতে দেখা গেল।, সঙ্গে পরেছিলেন হীরে বসানো ব্রেসলেট। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার জন্য, স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে তাঁকে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ আরও বেশি করে নজর কেড়েছে।
আরও পড়ুন-জালিয়াতির অভিযোগ, নওয়াজউদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ