বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া শুধু দেশেই নয়, বিদেশেও অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয়াঙ্কা নিজের ক্যারিয়ারে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। নিক জোনাসকে বিয়ে করার পর প্রিয়াঙ্কা শুধু বি-টাউন নয়, গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রিরও বিখ্যাত দম্পতি হলেন প্রিয়াঙ্কা-নিক। অনুরাগীদের মধ্যেও এই জুটি বেশ জনপ্রিয়।
এদিকে এই দুই তারকাই সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রায়শই উভয়ই তাঁদের ছুটি কাটানোর ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি নিক-প্রিয়াঙ্কার একটি ভিডিও সামনে এসেছে। যে ভিডিওতে নিক জানিয়েছেন তাঁর স্ত্রীকে ছাড়া তাঁর কী সমস্যা হয় এবং তাঁকে কাছে পেলেকী হয়।
নিক জোনাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওটি তাঁর ছুটি কাটানোর ভিডিয়ো বলে মনে করা হচ্ছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে এক সুন্দর সমুদ্র সৈকতে। ভিডিওতে নিক নিজের অভিব্যক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে স্ত্রী প্রিয়াঙ্কা ছাড়া তাঁর কী হয়। তাঁকে ছাড়া নিকের নিজেকে খুবই দুঃখী লাগে। আর ঠিক তখ আচমকাই ছুটে এসে নিককে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এমন পরিস্থিতিতে নিক ও প্রিয়াঙ্কা একে অপরকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন।
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই দম্পতির অনুরাগীদের এই ভিডিওটি বেশ পছন্দ হয়েছে। এই ভিডিয়োর কমেন্ট বক্সে নেটিজেনরা এই জুটির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। জুটির প্রশংসা করছেন।
ভিডিওতে প্রিয়াঙ্কাকে একটি কালো রঙের বিকিনি পরে থাকতে দেখা যাচ্ছে। একই সঙ্গে নিক জোনাসও নিজের স্ত্রীর সঙ্গে রং মিলান্তি কালো পোশাকে দেখা দিয়েছেন। এই ভিডিও শেয়ার করে নিক ক্যাপশনে লিখেছেন, 'আমি ছাড়তে পারছি না। '
প্রসঙ্গত, আজকাল প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আসন্ন ছবি 'এসএসএমবি ২৯' নিয়ে আলোচনায় রয়েছেন। অভিনেত্রী এসএস রাজামৌলির পরিচালনায় প্রস্তুতি নিচ্ছেন। এসএসএমবি ২৯-এ মহেশ বাবু এবং আর মাধবনও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে হলিউড সিনেমা 'হেডস অব স্টেট'-এ মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে।