New Reality Show on Bengali TV: পরমব্রতর সঞ্চালনায় আসছে নতুন রিয়ালিটি শো--‘মাই স্টার্ট আপ শো: ধন্যি মেয়ের উপাখ্যান’। বাংলার মহিলা উদ্যোক্তাদের নিয়ে তৈরি হবে এই শো।
নতুন রিয়ালিটি শো-বাংলা টেলিভিশনে
মাত্র দুটি সিজনেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' (Shark Tank India)। গতে বাঁধা ডান্স বা গানের রিয়ালিটি শো-এর বাইরে সোনি টিভি-র এই রিয়ালিটি শো দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। দেশের প্রতিষ্ঠিত সফল স্টার্টআপ সংস্থাগুলির প্রধানেরা শার্ক হিসাবে থাকেন এই শো-তে। আর নতুন উদ্য়োক্তরা নিজস্ব ব্যবসায় বিনিয়োগের জন্য শার্কদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এবার এইরকম ধাঁচেরই একটি রিয়ালিটি শো আসতে চলেছে বাংলা টেলিভিশনের পর্দায়।
টেলিপাড়া সূত্রের খবর, সেই রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসাবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। স্টার্ট আপ-এর ভাবনা এই শো-এর ভিত, তবে জানা যাচ্ছে মূলত মহিলাকেন্দ্রিক হবে এই রিয়ালিটি শো। বাংলার বিভিন্ন জেলার মহিলার রয়েছেন যাঁরা নিজেদের ব্য়বসার পরিধি বাড়াতে চান কিংবা নতুন ব্যবসা শুরু করতে চান, অথচ পুঁজির অভাবে করে উঠতে পারছেন না- তাঁদের জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। বিচারক হিসাবে শো-তে থাকবেন সফল ব্যবসায়ীরা। যাঁদের ভাবনা পছন্দ হবে বিচারকদের তাঁরাই পাবেন বিনিয়োগের জন্য টাকা। এই সময় সূত্রে খবর, এই অনুষ্ঠানের নাম হতে চলেছে ‘মাই স্টার্ট আপ শো: ধন্যি মেয়ের উপাখ্যান’ (My Start-Up Show: Dhonni Meyer Upakkhan)। বিকালের দিকেই সম্প্রচারিত হবে এই শো, সুতরাং দিদি নম্বর ১-এর দর্শক টানার চেষ্টায় জি বাংলার প্রতিদ্বন্দ্বী চ্যানেল।