1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2024, 11:26 AM ISTPriyanka Bose
Rituraj Singh Passes Away: সোমবার রাত সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঋতুরাজ সিং। CINTAA প্রধান জানান, অগ্ন্যাশয়-সম্পর্কিত সমস্যা নিয়ে বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। এরপরই মঙ্গলবার ভোররাতে আচমকা তাঁর মৃত্যুর খবর আসে।
টিভি অভিনেতা ঋতুরাজ সিং
প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে পরলোক গমণ করেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সহকর্মী এবং প্রিয় বন্ধু অমিত বহল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সোমবার রাত সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঋতুরাজ সিং। CINTAA প্রধান জানান, অগ্ন্যাশয়-সম্পর্কিত সমস্যা নিয়ে বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। এরপরই মঙ্গলবার ভোররাতে আচমকা তাঁর মৃত্যুর খবর আসে। মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রযোজক সন্দীপ সিকান্দ ঋতুরাজ সিং সম্পর্কে একটি বিবৃতি শেয়ার করেছেন। লিখেছেন, 'খবর শুনে আমি হতবাক এবং মন ভেঙে গিয়েছে! কেউ খুব ভোরে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে খবরটি পোস্ট করেছে, তখন থেকে আমি একটা মানসিক চাপে রয়েছি। 'কাহানি ঘর ঘর কি'-তে রিতুর সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি। তিনি কয়েকজন অভিনেতাদের মধ্যে একজন যারা আমাকে শোতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। তিনি একজন উজ্জ্বল অভিনেতা ছিলেন। তবে একজন অভিনেতার চেয়েও তিনি একজন সেরা মানুষ ছিলেন। খবরে আমি সত্যিই মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর স্ত্রী এবং সন্তানরা এই ক্ষতি মোকাবেলা করার শক্তি পান'।